এক্সপ্লোর
Advertisement
কলকাতা থেকে জেলায় বৃষ্টিতে স্বস্তি, ঝড়ে দুর্ভোগ
কলকাতা: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ফলে অসহ্য গরমে সাময়িক স্বস্তি এলেও, ঝড়ে দুর্ভোগেও পড়তে হল মানুষকে। সাঁইথিয়ায় গাছ পড়ে ব্যাহত ট্রেন চলাচল। কলকাতায় বইল ঝোড়ো হাওয়া। ভাঙল গাছও। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়, জানাল আবহাওয়া দফতর।
জেলা থেকে কলকাতা, তীব্র গরমের হাঁসফাঁস অবস্থার মধ্যে স্বস্তি-অস্বস্তির দোলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে দুপুরের পর থেকেই বদলে যায় পরিস্থিতি। কলকাতা সহ বিভিন্ন জেলায় বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। সাদার্ন অ্যাভিনিউ ও বিডন স্ট্রিটে ভেঙে পড়ে গাছ। বিঘ্নিত হয় যান চলাচল। একই কারণে বিঘ্ন ঘটে চক্ররেল চলাচলেও।
গাছ পড়ে বিঘ্নিত হয় হাওড়া ও শিয়ালদা শাখার ট্রেন চলাচলও। দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা, দাশনগর, ঘোড়াঘাটা এবং পূর্ব রেলের হিন্দমোটর স্টেশনের কাছে গাছ পড়ে যায়। বাতিল করা হয় দু জোড়া পাঁশকুড়া লোকাল। ছাড়তে দেরি হয় কয়েকটি দূরপাল্লার ট্রেনও।
একই ছবি হুগলির বিভিন্ন স্টেশনে। ঝড়ের তীব্রতায় গাছ ভেঙে পড়ে বীরভূমের রামপুরহাট ও সিউড়িতে। সাঁইথিয়ায় ওভারহেড তার ছিঁড়ে বিপর্যস্ত হয় রেল চলাচল। সাঁইথিয়া স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস। মহম্মদবাজারে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি।
দুপুর ৩টে নাগাদ নামে বৃষ্টি নামে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে। কোথাও কোথাও হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে পাঞ্চেত বাঁধের পুরনো হাইড্রলিক ক্রেন ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় পুরুলিয়া-ধানবাদ রাস্তা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আসানসোলেও। উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় এদিন দুপুরের পর শুরু হয় ধূলোর ঝড়। গরম থেকে স্বস্তি পেলেও ধুলে ঝড়ে নাকাল হতে হয় মানুষকে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গ সহ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়াতে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। শুক্রবার সকাল থেকে আবার চড়া হবে রোদ। ঊর্ধ্বমুখী হবে পারদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement