এক্সপ্লোর
কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি মিছিলে

কলকাতা: বৃষ্টি মাথায় নিয়েই মিছিল। কোনও রাজনৈতিক দল বা সংগঠন নয়, কিশোর কুমারের অনুরাগীদের মিছিল। প্রয়াত শিল্পীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে এই মিছিলে হাঁটলেন কিশোর-অনুরাগীরা। গতকাল জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ৮৮ তম জন্মদিনে এই মিছিলের আয়োজন করেছিল কিশোর কুমার ফ্যান ক্লাব। ধর্মতলা থেকে মিছিল হল হাওড়ার শালকিয়া পর্যন্ত। নেতৃত্বে ছিলেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীরতন বলেছেন, কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি নিয়ে তাঁরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন। সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লক্ষ্মীরতন। গতকাল রাতে কিশোর কুমারকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে স্মরণ করলেন বাপ্পি লাহিড়ী, অভিজিত ভট্টাচার্য ও কুমার শানুর মতো সঙ্গীত জগতের বিশিষ্টরা। সায়েন্স সিটিতে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার প্রজেনজিত্ও। তারা সবাই মিলে গাইলেন, ‘হ্যাপি বার্থডে টু ডিয়ার কিশোরদা’। একটা বড় কেকও কাটা হয়। আশা ভালোবাসা ট্রাকের গান গেয়ে সুরকার বাপ্পি লাহিড়ী বলেছেন, কিশোর কুমারের সঙ্গে এক দশকেরও বেশি তিনি কাজ করেছেন। অভিজিত ও শানু একসঙ্গে গাইলেন- ‘জিন্দেগি কা সফর..’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















