রোজভ্যালি: মনোজকে জেরা ইডির, শুভ্রাকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের
কলকাতা: রোজভ্যালিকাণ্ডে মূল অভিযুক্ত সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু। আর তাঁরই স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, তদন্তের দায়িত্বে থাকা ইডি অফিসার মনোজ কুমারের বিরুদ্ধে। পুলিশের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে, বুধবারের পর বৃহস্পতিবারও ফের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন শুভ্রা কুণ্ডু এবং মনোজ কুমার। দিল্লি থেকে আসা ইডির তিন আধিকারিক এ দিন সকালে সিজিও কমপ্লেক্সের অফিসে গিয়ে রোজভ্যালিকাণ্ডে মনোজ কুমারের তদন্তের যাবতীয় ফাইল খতিয়ে দেখেন। তারপর, দুপুর তিনটে নাগাদ মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, তাঁর থেকে জানতে চাওয়া হয়, রোজভ্যালিকাণ্ডে অভিযুক্তের স্ত্রীয়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল? ১৫ কোটি টাকা পাচারে কি তাঁর কোনও ভূমিকা ছিল? তদন্তে কি কোনও গাফলতি হয়েছে? সম্পর্কের খাতিরে কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে? ইডি সূত্রে খবর, রোজভ্যালির কর্ণধারের স্ত্রীকেও তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। এ দিন ফের, শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। কলকাতা পুলিশের ডিসি ডিডি টুয়ের নেতৃত্বে একটা দল তাঁর বয়ানও রেকর্ড করে। সূত্রের খবর, এ দিন ফের পুলিশ জানতে চায়, ১৫ কোটি টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কোথায় পাচার করা হয়েছে? টাকা পাচারে ইডি আধিকারিক মনোজ কুমারের কী ভূমিকা ছিল? টাকা পাচারে সাহায্য করে তিনি কি আর্থিক ভাবে লাভবান হয়েছেন? সূত্রের খবর, টাকা পাচারকাণ্ড নিয়ে কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য চায় ইডি। সেই সব ভিডিও ফুটেজও চায়, যেখানে শুভ্রা কুণ্ড ও মনোজ কুমারকে দেখা গিয়েছে। এ দিন সন্ধেয় লালবাজার থেকে বেশ কিছু নথি সিজিও কমপ্লেক্সে দিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, সাসপেন্ডেড ইডি আধিকারিক মনোজ কুমারকে তলব করেছে কলকাতা পুলিশ। শুক্রবার, সকাল এগারোটায় তাঁকে লালবাজারে যেতে বলা হয়েছে।