রাজ্যসভা ভোট: কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যকে সমর্থন করবে তৃণমূল, ঘোষণা মমতার
কলকাতা: রাজ্যসভার ভোটে ষষ্ঠ আসনের জন্য প্রদীপ ভট্টাচার্যকে প্রার্থী করল কংগ্রেস। পাশে দাঁড়াল তৃণমূল। প্রদীপ এবং বিকাশ, দু’জনেই শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যসভার ষষ্ঠ আসনের ভোটে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে সমর্থনের ঘোষণা করেছে তৃণমূল। শুক্রবার বিধানসভায় গিয়ে স্পিকারের ঘরে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। বেরিয়ে তিনি বলেন, তৃণমূল রাজ্যসভার ভোটে ষষ্ঠ আসনে প্রার্থী দেবে না। কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে পূর্ণ সমর্থন জানাব আমরা। কংগ্রেস-তৃণমূলের এই কাছাকাছি আসাকে কটাক্ষ করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, চোরে চোরে মাসতুতো ভাই। তবে, কংগ্রেস হাইকম্যান্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতই কাছাকাছি আসুক না কেন, রাজ্যে যে দু’দলের সমীকরণ এখনও ভাল নয়, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে অধীর চৌধুরীর কথা থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তৃণমূল বুঝতে পেরেছে ওদের একার দমে জেতা সম্ভব নয়। তাই কংগ্রেসকে সমর্থন করেছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬টি আসনে ভোট হচ্ছে। পাঁচটি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে। এই পাঁচটি আসনে তাদের জয় নিশ্চিত। ষষ্ঠ আসন নিয়ে লড়াই। হিসাব বলছে, প্রতি প্রার্থীর জয়ের জন্য ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। নিজেদের পাঁচ প্রার্থীকে জেতানোর পর তৃণমূলের হাতে ৬ জন বিধায়কের ভোট অতিরিক্ত থাকবে। দলবদলু বিধায়ক বাদে কংগ্রেসের হাতে রয়েছে ৩৬ জন বিধায়ক। অর্থাৎ কংগ্রেস ও তৃণমূলের ভোট মেলালে প্রথম পছন্দের ভোটের ভিত্তিতে প্রদীপ ভট্টাচার্যের জয় একপ্রকার নিশ্চিত। কেন না বামেদের ৩১ জন বিধায়ক রয়েছে। অর্থাৎ জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে বেশ দূরে। এই পরিস্থিতিতে বিবেক ভোটের আহ্বান জানাচ্ছেন বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও, রাজ্যসভার ভোট গোপন ব্যালটে হয় না। তাই এক্ষেত্রে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা ক্ষীণ। রাজ্যসভার ভোট ৮ অগাস্ট। তবে, এদিন সন্ধ্যায় বাম প্রার্থী বিকাশ ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দুপুর ৩টের মধ্যে মনোনয়ন দেওয়ার কথা ছিল। কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত হলফনামা জমা দেননি বিকাশ। যার ফলেই, তাঁর মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।