এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বেহালায় ডাক্তারের বাড়ি, চেম্বার ও প্যাথলজিক্যাল সেন্টারে আয়কর হানা, উদ্ধার হিসেববহির্ভূত সাড়ে তিন কোটি টাকা
কলকাতা: বেহালায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ বাণীকুমার মিত্রর বাড়িতে আয়কর হানা। প্যাথলজি সেন্টারেও তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, উদ্ধার হয়েছে হিসেববহির্ভূত সাড়ে তিন কোটি টাকা ও প্রচুর নথি।
শুক্রবার সকালে বেহালার পশ্চিম বীরেন রায় রোডে এই নামী ডাক্তারের বাড়ি, চেম্বার ও প্যাথলজিক্যাল সেন্টারে হানা দেন আয়কর আধিকারিকরা। তল্লাশি চলে শনিবার দিনভর।
দোতলা বাড়ির বিভিন্ন অংশে এদিন তল্লাশি চালান আয়কর কর্তারা। ঘটনার খবর জানাজানি হতেই ভিড় করেন এলাকার মানুষ। শোনা যায়, তিনি ৫০০ টাকা ফি নেন, বিভিন্ন প্যাকেজে মোটা টাকা নিয়ে চিকিত্সা করেন।
উদ্ধার হওয়া টাকার সবই নতুন নোট। সাড়ে তিন কোটি টাকাই হিসেববহির্ভূত। ওই টাকা কোথা থেকে এসেছে, তার কোনও বৈধ নথি চিকিত্সক দেখাতে পারেননি। পাশাপাশি, উদ্ধার হয়েছে প্রচুর নথি। হদিশ মিলেছে অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের। নথি ও ওইসব অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement