এক্সপ্লোর
Advertisement
মাদার টেরেজার নীল পাড় শাড়ির উপর মিশনারিজ অফ চ্যারিটির স্বত্ব
কলকাতা: সেন্ট টেরেজা (মাদার টেরেজা) যে নীল পাড় দেওয়া শাড়ি পরতেন, সেটির স্বত্ব এখন মিশনারিজ অফ চ্যারিটির। কেন্দ্রীয় সরকারের ট্রেড মার্কস রেজিস্ট্রি এই শাড়ির রেজিস্ট্রেশনের আবেদন মঞ্জুর করেছে বলে জানিয়েছেন আইনজীবী বিশ্বজিৎ সরকার।
১৯৪৮ সালে কলকাতায় আর্তদের সেবায় নিজেকে নিয়োজিত করেন টেরেজা। আমৃত্যু তিনি সেই কাজ করে গিয়েছেন। তাঁর পরনে থাকত নীল পাড় শাড়ি। এই শাড়িই পরেন মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরা। গত বছরের ৪ সেপ্টেম্বর মাদারকে সেন্ট ঘোষণা করে ভ্যাটিকান সিটি। সেদিনই ওই নীল শাড়ির উপর মিশনারিজ অফ চ্যারিটির স্বত্বের কথা ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বিশ্বজিৎ। তাঁর বক্তব্য, এ বিষয়ে প্রচার চায় না মিশনারিজ অফ চ্যারিটি। কিন্তু বিশ্বজুড়ে অনৈতিকভাবে ওই ডিজাইনের শাড়ির ব্যবহার দেখা যাচ্ছে। সেই কারণেই তাঁরা এখন এই স্বত্বের বিষয়ে মানুষকে সচেতন করে দিচ্ছেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর মাদারের শাড়ির স্বত্বের জন্য আবেদন জানানো হয়েছিল। তাঁর সেন্ট পাওয়ার দিনেই স্বত্বের আবেদন অনুমোদন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই প্রথম একটি পোশাকের উপর স্বত্বের অনুমোদন মঞ্জুর করা হল। উত্তর ২৪ পরগণার টিটাগড়ে গাঁধীজি প্রেম নিবাসে এই শাড়ি তৈরি করা হয়। বছরে প্রায় চার হাজার শাড়ি তৈরি হয়। সারা বিশ্বে সন্ন্যাসিনীদের সেই শাড়ি দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement