এক্সপ্লোর
Advertisement
বাবার সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ না হওয়ায় ছেলেকে খুন! পুলিশের কাছে 'দোষ কবুল' মায়ের, সল্টলেকে বাড়ির ছাদে মিলল কঙ্কাল
সল্টলেকে বাড়ির ছাদ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের কঙ্কাল। খুনের অভিযোগে ধৃত মা ও ভাই। বিবাহবিচ্ছেদের পর অসুস্থ বড় ছেলের সঙ্গে বাবার ঘনিষ্ঠতা মায়ের পছন্দ না হওয়ায় খুন, দাবি পুলিশের।
কলকাতা: সল্টলেকের এ জে ব্লকে বাড়ির ছাদ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের কঙ্কাল। খুনের অভিযোগে গ্রেফতার মা ও ভাই। পুলিশের দাবি, ছেলেকে খুনের কথা কবুল করেছেন মা।
সল্টলেকের এ জে ব্লকে বাড়ির ছাদ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের কঙ্কাল। খুনের অভিযোগে গ্রেফতার মা ও ভাই। পুলিশ সূত্রে খবর, গৃহকর্তা অনিল মাহেশ্বরীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, দুই ছেলে ও মেয়েকে নিয়ে সল্টলেকের বাড়িতে থাকতেন স্ত্রী গীতা। বড় ছেলে অর্জুন, ছোট থেকেই অসুস্থ। তিনি বাবার ঘনিষ্ঠ ছিলেন। বাকি দুই ছেলেমেয়ে ছিলেন মায়ের ঘনিষ্ঠ। সেই কারণেই অর্জুন মায়ের অপছন্দের পাত্র হয়ে ওঠেন বলে জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গৃহকর্তা অনিলকুমার মাহেশ্বরীর দাবি, পারিবারিক অশান্তির জেরে তিনি ২০১৯ সাল থেকে রাজারহাটে থাকেন। ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন স্ত্রী গীতা। গৃহকর্তার দাবি, গত অক্টোবরে তিনি জানতে পারেন, গীতা সন্তানদের নিয়ে রাঁচিতে বাপের বাড়ি চলে গিয়েছেন। পরে জানতে পারেন, বড় ছেলে অর্জুন সেখানে যাননি। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা। অপহরণ করে ছেলেকে খুনের অভিযোগ করেন স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নেমে বিধাননগরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের দাবি, ছাদ থেকে উদ্ধার হয় একটি কঙ্কাল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ছিল, সেটি অর্জুনেরই, অর্থাৎ ওই বাড়ির বড় ছেলেরই। এরপরই গ্রেফতার করা হয় মৃত যুবকের মা ও ভাইকে।
তবে ওই কঙ্কালটি এমনই অবস্থায় পাওয়া গিয়েছে, তাতে বোঝা মুশকিল দেহটি কার। সেক্ষেত্রে আরও তদন্ত প্রয়োজন। পুলিশের দাবি, ছেলেকে খুনের কথা কবুল করেছেন মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement