এক্সপ্লোর
Advertisement
পাওনা টাকা 'উদ্ধারে' অপহৃত শিক্ষিকা, পরে উদ্ধার
কলকাতা: সাত সকালে শিক্ষিকাকে অপহরণের অভিযোগ। চাঞ্চল্য দক্ষিণ কলকাতায়। ৭ ঘণ্টার টানটান নাটকের পর উদ্ধার অপহৃতা। ঘটনাস্থল সার্দান অ্যাভিনিউর কালীধন ইন্সটিটিউশন ফর গার্লস স্কুল চত্বর।
রোজকার মতো এদিনও সকাল সাড় ৬টা নাগাদ স্কুলে আসেন শিক্ষিকা নন্দিতা ঘোষ। প্রত্যক্ষদর্শী অভিভাবকদের দাবি, হঠাৎ স্কুলের সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষিকাকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী।
ঘটনার কথা জানতে পেরে প্রধান শিক্ষিকা দেবারতি সরকার টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পলিশ। পুলিশ সূত্রে খবর,
শিক্ষিকার মোবইল ফোনের টাওয়ার লোকেশন থেকে জানা যায় সোনারপুরের মিলনপল্লিতে আছেন তিনি। দুপুর দেড়টা নাগাদ সেখানে হানা দিয়ে ওই শিক্ষিকাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাড়িটি অমিত পাল নামে এক কেবল ব্যবসায়ীর। ঘটনায় ব্যবসায়ী অমিত পাল, তাঁর স্ত্রী তনুশ্রী, দিদি অর্পিতা পাল ও গাড়ির চালক প্রসেনজিৎ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিন্তু কেন এই অপহরণ?
পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা জানিয়েছে আড়াই বছর আগে ব্যবসায়ী অমিত পালের শ্যালককে চাকরি দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নেন। চাকরি পাওয়া তো দূরের ব্যাপার সেই টাকাও ফেরৎ দিচ্ছিলেন না। অর্পিতার এক নিকট আত্মীয়ের অস্ত্রপচারের জন্য টাকার দরকার ছিল। আজ সকালে টাকা দেবেন বলে স্কুলে ডেকে পাঠান। তখনও না দেওয়াতেই অপহরণ।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপহরণ-সহ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। কাল তাঁদের আদালতে তোলা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement