মমতাকে ফোন, রাজ্যের ত্রাণ তহবিলে আড়াই কোটি টাকা সহ ৫০ হাজার পিপিই দেবেন শাহরুখ
করোনা মোকাবিলায় এবার রাজ্যকে আর্থিক সাহায্য করবেন বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খান।
কলকাতা: করোনা মোকাবিলায় এবার রাজ্যকে আর্থিক সাহায্য করবেন বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খান। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্য সরকার যে আপতকালীন তহবিল তৈরি করেছে সেখানে আড়াই কোটি টাকা দান করবেন। প্রসঙ্গত, রাজ্যে কোভিড-১৯-এর মোকাবিলায় ২০০ কোটি টাকার একটি তহলবিল গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জন সাধারণের কাজে এই তহবিলে অর্থদানের আবেদনও করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য সরকারের এই তহবিলে ৫ লক্ষ টাকা দিয়েছেন। তিনি আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। একই সঙ্গে কেন্দ্রকে চিঠি লিখে আর্থিক প্যাকেজ ও রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতির মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, মহারাষ্ট্রেও করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন তিনি।
রেড চিলিজ এন্টারটেনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন ও রেড চিলিজ ভিএফএক্স, শাহরুখের এই চারটি কোম্পানিই করোনা মোকাবিলায় কার্যত মাঠে ময়দানে নেমে কাজ করবে। রেড চিলিজের পক্ষ থেকে এদিন একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, শাহরুখের কোম্পানি থেকে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের তৈরি তহবিলেও শাহরুখের কোম্পানিগুলোর তরফে অর্থ দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়। ওই বিবৃতিতে বলা হয়, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সরকারকে ৫০ হাজার পিপিই কিট দেওয়া হবে। এক সাথ ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে রেড চিলিজের তরফে টানা একমাস ৫৫ হাজার পরিবারের খাদ্যের বন্দোবস্তও করা হবে। রোটি ব্যাঙ্ক ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ১০ হাজার মানুষকে ৩ লাখ মিল বিতরণ করবে কিং খানের কোম্পানি। এছাড়াও ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে সহযোগিতা করে ২৫০০ শ্রমিককে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ভাতাও দেওয়া হবে। এসবের সঙ্গে ১০০ অ্যাসিড আক্রান্তকে মাসিক টাকা দেওয়ার কথাও জানিয়েছে শাহরুখের সংস্থা। মহামারী মোকাবিলায় শাহরুখের বার্তা, যেখানে মানুষ সঙ্কটে সেখানে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম।