এক্সপ্লোর
নিরাপত্তারক্ষীদের দেওয়া হচ্ছে হুমকি, পৈতৃক বাড়িতে ঢুকছে বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িতরা, স্ত্রী বিরুদ্ধে নয়া অভিযোগ শোভনের

কলকাতা: স্ত্রীর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের শোভন চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়র। মেয়রের অভিযোগ, পর্ণশ্রীতে তাঁর পৈতৃক বাড়ির প্রবেশপথে লগ বুক এন্ট্রি বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ। তাঁর আরও অভিযোগ, বর্তমানে ওই বাড়িতে নিযুক্ত বেসরকারি নিরাপত্তারক্ষীদেরও হুমকি দিচ্ছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। বাড়িতে ঢুকছে বেআইনি কাজকর্মের সঙ্গে জড়িত লোকজনও। বহু সম্পত্তি, এমনকি মামলার গুরুত্বপূর্ণ নথি আছে সেখানে। ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বাড়ির। এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















