এক্সপ্লোর
শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার বিরুদ্ধে বিজেপির শুদ্ধকরণ অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার ৪ দলীয় কর্মী

কলকাতা: কেওড়াতলা শ্মশানের পাশে সি আর দাস পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির শুদ্ধকরণ অভিযান ঘিরে রীতিমত অশান্তি হল। ৪ বিজেপি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লেপে সেটি ভেঙে ফেলে কয়েকজন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ওই মূর্তি দুধ দিয়ে শোধন করা হবে। পরিস্থিতি সামাল দিতে আজ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় কাউন্সিলর ও কলকাতা পুরসভার চেয়ার পার্সন মালা রায় জানান, বিজেপির অভিযান ঠেকাতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে। সেইমতো বিজেপি সমর্থকরা কেওড়াতলে অভিমুখে বার হলে রাসবিহারী মোড়ে আটকে দেওয়া হয় তাঁদের। এরপর তাঁদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, গ্রেফতার করা হয় ৪ সমর্থককে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















