এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly Health LIVE Updates: 'রেডি টু ফ্লাই সুন', হাসপাতাল থেকে বেরিয়ে বললেন সৌরভ
Ganguly Health LIVE Updates, Latest Health Bulletin: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল ১১.৩০ মেডিক্যাল বোর্ডের বৈঠক।পরবর্তী অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত আজ দেবী শেট্টি আসার পর। সৌরভকে ফোন করে খবর নিলেন মোদি।
LIVE
Background
কলকাতা: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।
আজ উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁকে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়। মহারাজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে পৌঁছে যান তাঁর স্ত্রী ও মেয়ে। কিন্তু আরও একটা দিন হাসপাতালে থাকার ইচ্চাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি। আজ সকালে ফের একদফা তাঁকে পরীক্ষা করবেন চিকিত্সকরা। তারপর মহারাজের সঙ্গে কথা বলবেন তাঁরা। সৌরভ বাড়ি ফিরতে চাইলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। গত ২ জানুয়ারি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিসিআই সভাপতি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন।
10:41 AM (IST) • 07 Jan 2021
উডল্যান্ডস থেকে ছাড়া পেলেন সৌরভ
উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতদিন যাঁরা তাঁর মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন ধন্যবাদ তাঁদেরও। আই অ্যাম রেডি টু ফ্লাই সুন। বললেন সৌরভ।
উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতদিন যাঁরা তাঁর মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন ধন্যবাদ তাঁদেরও। আই অ্যাম রেডি টু ফ্লাই সুন। বললেন সৌরভ।
10:09 AM (IST) • 07 Jan 2021
আজ বাড়ি ফিরবেন সৌরভ
তাঁর গাড়ি নিয়ে আসা হয়েছে, এসেছে পাইলট কার। গতকাল আর একটা দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন সৌরভ। আজ বাড়ি যেতে রাজি হয়েছেন তিনি। হাসপাতালে জারি হয়েছে কড়া নিরাপত্তা। অনুরাগীরা চলে এসেছেন প্ল্যকার্ড নিয়ে।
তাঁর গাড়ি নিয়ে আসা হয়েছে, এসেছে পাইলট কার। গতকাল আর একটা দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন সৌরভ। আজ বাড়ি যেতে রাজি হয়েছেন তিনি। হাসপাতালে জারি হয়েছে কড়া নিরাপত্তা। অনুরাগীরা চলে এসেছেন প্ল্যকার্ড নিয়ে।
09:00 AM (IST) • 07 Jan 2021
বৃহস্পতিবার সকালের খবর
সৌরভ বাড়ি ফিরতে চাইলে ছাড়া হবে, খবর হাসপাতাল সূত্রে
আজ উডল্যান্ডস থেকে ছুটি পাচ্ছেন সৌরভ। গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আর একটা দিন হাসপাতালে থাকার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
সৌরভ বাড়ি ফিরতে চাইলে ছাড়া হবে, খবর হাসপাতাল সূত্রে
আজ উডল্যান্ডস থেকে ছুটি পাচ্ছেন সৌরভ। গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আর একটা দিন হাসপাতালে থাকার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
12:05 PM (IST) • 05 Jan 2021
কাল ছাড়া হবে সৌরভকে
সৌরভ গঙ্গোপাধ্য়ায় ভাল আছেন। রাতে ঘুমিয়েছেন, সকালে উঠে ব্রেকফাস্ট করেছেন। কাল তাঁকে ছেড়ে দেওয়া হবে উডল্যান্ডস থেকে। মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
সৌরভ গঙ্গোপাধ্য়ায় ভাল আছেন। রাতে ঘুমিয়েছেন, সকালে উঠে ব্রেকফাস্ট করেছেন। কাল তাঁকে ছেড়ে দেওয়া হবে উডল্যান্ডস থেকে। মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
08:53 AM (IST) • 05 Jan 2021
মঙ্গলবার সকালের খবর
হাসপাতালে এলেন ডোনা গঙ্গোপাধ্যায়
ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে আসছেন চিকিৎসক দেবী শেঠি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলবেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে। দেবী শেঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ক দেখার পর, আজ না কাল কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতালে এলেন ডোনা গঙ্গোপাধ্যায়
ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে আসছেন চিকিৎসক দেবী শেঠি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলবেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে। দেবী শেঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ক দেখার পর, আজ না কাল কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Load More
Tags :
Medical Bulletin Ganguly Health Sourav Health Update Woodlands Hospital Sourav Ganguly Health Update Sourav Health Sourav Ganguly Hospitalised Sourav Ganguly Health Sourav Gangulyবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement