Sourav Ganguly Health Update: ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ
বাড়ি ফিরলেও যাতে বিসিসিআই সভাপতি কিছুদিন বিশ্রাম নেন, তার পরামর্শ দেওয়া হয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর
![Sourav Ganguly Health Update: ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ Sourav Ganguly Update BCCI President To Return Home From Hospital Today After Second Angioplasty Sourav Ganguly Health Update: ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন সৌরভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/31081518/web-sourav-at-home-310121.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ সকালে আর একদফা পরীক্ষা করা হয়। তারপর পৌনে ১১টা নাগাদ মহারাজকে ছাড়া হয়।
এর আগে গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে সময় একটি স্টেন্ট বসানো হয়। ৭ জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। এরপর ফের অসুস্থ বোধ করায় ২৭ জানুয়ারি অ্যাপোলোয় ভর্তি হন। বৃহস্পতিবার, তাঁর শরীরে আরও দুটি স্টেন্ট বসানো হয়।
এর জন্য কলকাতায় আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং মুম্বইয়ের যশলোক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক অশ্বিন মেহতা। তাঁদের তত্ত্বাবধানেই বসানো হয় স্টেন্ট।
এরপর শুক্রবারই সৌরভকে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, আপাতত খোশমেজাজে আছেন সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে কথাবার্তা বলেছেন। মোবাইল ফোনেও কথা বলেছেন পরিচিতদের সঙ্গে। তবে মোবাইল ফোন থাকছে স্ত্রীর কাছেই।
শনিবার সকালেও চিকিত্সক আফতাব খান তাঁকে পরীক্ষা করেন। চিকিত্সকরা জোর দিচ্ছেন বিশ্রামের ওপর। বাড়ি ফিরলেও যাতে বিসিসিআই সভাপতি কিছুদিন বিশ্রাম নেন, তার পরামর্শ দেওয়া হয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর।
এর আগে গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ। সে সময় একটি স্টেন্ট বসানো হয়। তারপর ৭ জানুয়ারি বাড়ি ফেরেন তিনি।
এরপর ফের অসুস্থ বোধ করায় ২৭ জানুয়ারি অ্যাপোলোয় ভর্তি হন। রবিবার তাঁর বাড়ি ফেরার কথা। বাড়ি ফিরলেও যাতে বিসিসিআই সভাপতি কিছুদিন বিশ্রাম নেন, তার পরামর্শ দেওয়া হয়েছে বলে অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতাল থেকে ছাড়া হলে কোন গেট দিয়ে সৌরভের গাড়ি বেরোবে তা শনিবারই খতিয়ে দেখেন অ্যাপোলোর আধিকারিকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)