এক্সপ্লোর
স্পা-এর বিজ্ঞাপন দিয়ে অজানা জায়গায় গ্রাহকদের নিয়ে গিয়ে সর্বস্ব লুঠ, গ্রেফতার ৪

কলকাতা:আয়ুর্বেদিক স্পা-এর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। কলকাতা গোয়েন্দা পুলিশের জালে ৪ অভিযুক্ত।তদন্তকারীদের দাবি, ফোনে পরিষেবা প্রদানকারী একটি সংস্থায় অভিযুক্তরা আয়ুর্বেদিক স্পা-এর বিজ্ঞাপন দিয়েছিলেন। বিজ্ঞাপন দেখে অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এর পরই গ্রাহকদের একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলা হয়। সেখান থেকে বাইককে করে তাঁদের অজানা জায়গায় নিয়ে গিয়ে সর্বস্ব লুঠ করা হত বলে অভিযোগ। এই নিয়ে শহরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। তদন্ত নেমে মোবাইল ফোনের সূত্রে ধরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। প্রায় এক থেকে দেড় বছর ধরে প্রতারণা চক্রটি শহরে সক্রিয় রয়েছে বলেও অনুমান তদন্তকারীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















