ফেসবুক পোস্টে লেখা ‘বিদায়...’, উচ্চমাধ্যমিকের আগের দিন পরীক্ষার্থীর রহস্যমৃত্যু, রেললাইনে উদ্ধার দেহ
কলকাতা: উচ্চমাধ্যমিকের আগের দিন পরীক্ষার্থীর রহস্যমৃত্যু। বরানগরের বাসিন্দা স্কুলছাত্রের মৃতদেহ মিলল বালি স্টেশনের কাছে রেললাইনে। বাড়ি থেকে বেরনোর আগে শেষ ফেসবুক পোস্ট ঘিরে ঘনীভূত রহস্য। সোমবার রাতে বাড়ি থেকে বেরনোর আগে ফেসবুকে পোস্ট করেছিল Bye...বিদায়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বরানগরের নিয়োগী পাড়ার বাসিন্দা অনির্বাণ নন্দী। কিছুক্ষণের মধ্যে রাতেই বালি স্টেশনের কাছে রেললাইনের ধারে উদ্ধার হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ। বেলুড় জিআরপি সূত্রে খবর, রাত ১১টা নাগাদ, ডাউন বর্ধমান লোকালের ধাক্কায় মৃত্যু হয় ছাত্রের। এরপর ডাউন বর্ধমান লোকালের চালক জিআরপিকে খবর দেন। জিআরপি গিয়ে রেললাইন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে। কিন্তু, উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের রাতে কেন বরানগর থেকে বালি গেলেন ছাত্র? ট্রেনের ধাক্কায় মৃত্যু কি আসলে আত্মহত্যা? পরিবার অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। ফেসবুকে সবাইকে ‘BYE’ লিখে বেরিয়ে, আর ফেরা হল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। পরিবার সূত্রে খবর, মেধাবি হলেও পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগে ছিল অনির্বাণ। বলেছিল, প্রস্তুতি ভাল হয়নি। তারপরই এই ঘটনা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য।