এক্সপ্লোর
Advertisement
মমতা-প্রভু বৈঠক, রেল-রাজ্য সমঝোতার বার্তা
কলকাতা: নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রেলমন্ত্রী সুরেশ প্রভুর। ইস্ট-ওয়েস্ট ও বিবাদী বাগ-জোকা মেট্রোর রুট-সহ একাধিক প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী তাঁরা। রাজ্যের নির্মীয়মাণ রেল প্রকল্পগুলি পরিদর্শনের জন্য বিশেষজ্ঞ দল পাঠান, প্রভুকে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বারুইপুরে হকার উচ্ছেদকাণ্ড ঘিরে রেল ও রাজ্য সরকারের মধ্যে কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রেলমন্ত্রী। বৈঠক শেষে নানা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বার্তা দিল দু’পক্ষই।
বৃহস্পতিবার নবান্নের এই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ রেলের পদস্থ কর্তারা। রেলমন্ত্রীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ দু’ধাপে শেষ হবে। বিবাদী বাগ-জোকা মেট্রোর ক্ষেত্রে পুনর্বাসন দেবে রাজ্য সরকার। তিনি বলেন, বিবাদি বাগ-জোকা মেট্রোর রুট নিয়ে পুরসভা ও সেনাবাহিনী এবং রেলের কর্তাদের সঙ্গে কথা হয়েছে। এই প্রকল্প নিয়ে কিছুটা জট কেটেছে। এই রুটে পুনর্বাসন দেবে রাজ্য। ইস্ট-ওয়েস্ট দু’ধাপে হবে। সল্টলেক-শিয়ালদা, হাওড়া ময়দান-শিয়ালদা। রেলকে বলব, রাজ্যের সব নির্মীয়নাণ প্রকল্পগুলো দেখতে বিশেষজ্ঞ দল পাঠান।
মুখ্যমন্ত্রীর মতোই প্রভুও সহযোগিতার বার্তা দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী তাঁর মন্ত্রক। রেলমন্ত্রী আরও বলেছেন, রাজ্য চাইলে, যৌথ উদ্যোগে কাজ করতে চায় রেল।
রেল-রাজ্য সমঝোতার ছবি দেখা গিয়েছে হাওড়ার একটি অনুষ্ঠানেও। যেখানে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচাযের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং লক্ষ্মীরতন শুক্ল। মেট্রোর পুরনো রেক সারিয়ে, পুনর্ব্যবহারযোগ্য করে তোলার পর, এদিন নতুন করে সেগুলির উদ্বোধন করেন রেলমন্ত্রী। সূচনা হয় বেশ কয়েকটি রেল প্রকল্পের।
পরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন প্রভু। বারুইপুরে হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি মেনে নেন, দখলদারি রেলের কাছে বড় সমস্যা। সব রাজ্যকেই চিঠি দেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। জিআরপি-আরপিএফ সমন্বয় রেখে কাজ করতে হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, মুম্বইয়ের মতো কলকাতাতেও ‘ওয়ান টিকিট মাল্টিমোড ট্রান্সপোর্ট সিস্টেম’ চালু করতে তিনি আগ্রহী। যেখানে একই স্মার্ট কার্ডে রেল, মেট্রোর পাশাপাশি জলপথেও যাতায়াত করা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement