এক্সপ্লোর
আগে বিবেক, পরে গুরমিতের সঙ্গে 'সম্পর্ক', মৃত্যুর আগে ব্ল্যাকমেলের শিকার সুস্মিতা ?
কলকাতা: কলকাতায় ঝাড়খণ্ডের তরুণীর মৃত্যুর ঘটনায় এখনও ঘনীভূত রহস্য। মৃত্যুর আগে সুস্মিতা রায়কে ব্ল্যাকমেল করা হচ্ছিল?
খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তরুণীর দুই বন্ধু বিবেক ও গুরমিতকে ২৮ তারিখ পর্যন্ত হেফাজতে পেয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন,আগে বিবেকের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতার। পরে যদিও সেই সম্পর্ক ভেঙে যায়।
এরপর ফেসবুকে গুরমিতের সঙ্গে আলাপ হয় তরুণীর।
পুলিশ সূত্রে দাবি, ৬ ডিসেম্বর গুরমিতের সঙ্গে ট্রেনে করে ঝাড়খণ্ড থেকে কলকাতায় ফেরেন সুস্মিতা। কলকাতায় বিভিন্ন জায়গায় গুরমিত ও সুস্মিতা পার্টি করেছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, তরুণীর মেসের আবাসিকরা পুলিশের কাছে জানিয়েছেন, দরজা বন্ধ করে কয়েকজনের সঙ্গে ভিডিও চ্যাট করতেন সুস্মিতা।
পুলিশ সূত্রে খবর, বন্ধুরা আরও দাবি করেছেন, ভিডিও চ্যাটের সময় কয়েকবার সুস্মিতাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তাঁরা!
তাহলে কি গুরমিত বা বিবেকের সঙ্গেই ভিডিও চ্যাট করতেন সুস্মিতা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, সুস্মিতাকে না জানিয়ে পরস্পরের মধ্যে যোগাযোগ রাখতেন গুরমিত ও বিবেক।
কিন্তু তাঁদের মধ্যে কী এমন কথা হত, যা সুস্মিতার কাছে লুকানোর প্রয়োজন পড়েছিল? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে, পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ঘাটশিলার বাসিন্দা সুস্মিতা রায়। বিমানসেবিকার প্রশিক্ষণ নিচ্ছিলেন। রুমমেটদের দাবি, ১০ ডিসেম্বর রাতে লাগেজ নিয়ে বেরিয়ে যান সুস্মিতা। এরপর সোমবার দুপুরে বাবুঘাটে মেলে তরুণীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে মৃত্যু হয়েছে তরুণীর। কিন্ত কীভাবে? নিজে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, নাকি তাঁকে খুন করা হয়? উত্তর খুঁজতে মৃতের দুই বন্ধুকে লাগাতার জেরা করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement