এক্সপ্লোর
সামান্য বাড়লেও, আগামী ৪৮ ঘণ্টা কলকাতার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচেই

কলকাতা: সামান্য বাড়লেও আগামী ৪৮ ঘণ্টা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের চার জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় শীতল দিন। ১৪ বছর পর শহরে ফের লম্বা শীতের আমেজ। টানা ৭ দিন ধরে কলকাতার পারদ ১২ ডিগ্রির নীচে। তবে বৃহস্পতিবার সামান্য বেড়েছে শহরের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১১ ডিগ্রিতে। বুধবার পারদ নেমেছিল ১০.৯ ডিগ্রিতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী ৪৮ ঘণ্টা কলকাতার পারদ থাকবে স্বাভাবিকের থেকে নীচে, ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। ফলে, বজায় থাকবে শীত। দক্ষিণ বঙ্গের চার জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়া ও কালিম্পং-এ থাকবে শীতল দিন। সব মিলিয়ে ঠান্ডার দাপট বজায় থাকবে আরও বেশ কয়েকদিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















