এক্সপ্লোর
Advertisement
এই বাজেট হোপলেস, সুপারফ্লপ, তোপ মমতার
কলকাতা: কেন্দ্রীয় বাজেট নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ নবান্নে বলেছেন, ‘এটা একেবারে আশাহত বাজেট। হোপলেস, সুপারফ্লপ। এই বাজেট না ঘরকা না ঘাটকা। মধ্যবিত্ত থেকে গরিব, মহিলা, ছাত্র-যুব, তফশিলী জাতি-উপজাতি সবাই আশাহত। কৃষকদের জন্যও কোনও দিশা নেই।’
নোট বাতিল, জিএসটি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মমতা দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব। আজও তিনি মোদী সরকারের উদ্দেশে তোপ দেগে বলেছেন, ‘কৃষকদের আয় বাড়ানোর কথা বলা হলেও, তার জন্য কোনও বিশেষ পদ্ধতি অবলম্বনের কথা বলা হয়নি। কোনও অর্থও বরাদ্দ করা হয়নি। তফশিলী জাতি-উপজাতির মানুষের জন্যও অর্থ বাড়ানো হয়নি। শিক্ষাক্ষেত্রে এক শতাংশ সেস বসানো হয়েছে। দিল্লির বিজেপি সরকারের সরকার চালানোর যোগ্যতা নেই। বাজেটে কিছুই হয়নি।’
মমতা আরও বলেছেন, ‘এই বাজেট জন-বিরোধী। স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলা অনেক এগিয়ে। সংখ্যালঘুদের জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছু বলা হয়নি বাজেটে। ১০০ দিনের কাজের ক্ষেত্রে টাকা কমিয়ে দিয়েছে। বাজেট দেখে আমি হতাশ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement