তিন তালাক: সুপ্রিম কোর্টের বলার অধিকার নেই বলায় বিতর্কে সিদ্দিকুল্লা, বরখাস্ত করার দাবি বিজেপির
কলকাতা: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের বলার অধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রবল সমালোচনার মুখে জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। বিজেপি-কংগ্রেস থেকে সিপিএম, সকলে এক বাক্যে তিন তালাক তুলে দেওয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, জামাতে-উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী জোরালোভাবে এর বিরোধিতা করছেন। বলেন, সুপ্রিম কোর্টের অধিকার নেই এ নিয়ে বলার। পাল্টা সিদ্দিকুল্লা চৌধুরীকে আক্রমণ করেছে বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, সিদ্দিকুল্লাকে স্যাক করা হোক। রায়ের বিরোধিতা করেছে। সংবিধান মাছে না। মন্ত্রী থাকার যোগ্যতা নেই। মুখ্যমন্ত্রী সরিয়ে দিন। নাহলে ধরে নেব, পরোক্ষ মদত রয়েছে। এর আগেও তৃণমূল পক্ষে কথা বলেছে। জাজমেন্ট এসেছে। বিরোধিতা করার জন্য সরানো উচিত। বিজেপি তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মোদির জয় হিসাবে তুলে ধরতে চাইছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি, জদয় পেলাম। অন্যদিকে রাহুল গাঁধী থেকে অধীর চৌধুরী, সকলেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মনে করেন, মেনে চলা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, আমি এই রায়কে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই রায় আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা এবং প্রগতিকে সাহায্য করবে। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, স্বাগত জানাচ্ছি। মোটের উপর সকলের সুর এক। শুধু নীরব তৃণমূল। তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।