মানবিক পুলিশ, মাঝরাস্তায় বিকল অ্যাম্বুলেন্স, রোগীকে উদ্ধার করে গ্রিন করিডোরে হাসপাতালে
ঘটনাটি ঘটে, গত শনিবার ‘মা’ ফ্লাইওভারের কাছে ৷ সেসময় ডিউটিতে ছিলেন তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট সুমন্ত পাল। ট্রাফিক সূত্রের খবর, কর্তব্যরত ট্রাফিক আধিকারিরা জানতে পারেন, সঙ্কটাপন্ন এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা ফ্লাইওভারের উপর হঠাৎ বিকল হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিকের আধিকারিকরা ৷
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পুলিশের মানবিকতার নজিরের সাক্ষী থাকল শহর কলকাতা ৷ তিলজলা ট্রাফিক গার্ডের আধিকারিকদের তৎপরতায় মাঝ রাস্তায় বিকল হওয়া অ্যাম্বুল্যান্স থেকে মুমূর্ষু রোগীকে উদ্ধার করে গ্রিন করিডোর করে পৌঁছনো হল হাসপাতালে ৷
ঘটনাটি ঘটে, গত শনিবার ‘মা’ ফ্লাইওভারের কাছে ৷ সেসময় ডিউটিতে ছিলেন তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী এবং সার্জেন্ট সুমন্ত পাল। পুলিশ সূত্রে খবর, কর্তব্যরত ট্রাফিক আধিকারিরা জানতে পারেন, সঙ্কটাপন্ন এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা ফ্লাইওভারের উপর হঠাৎ বিকল হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিকের আধিকারিকরা ৷ মুমূর্ষু ওই রোগীকে দেখে প্রথমেই বিকল্প হিসেবে সায়েন্স সিটির কাছে রাখা কলকাতা পুলিশের একটি 'ট্রমা কেয়ার' অ্যাম্বুলেন্সকে ডেকে নেন তাঁরা। কিন্তু সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত ষাটোর্ধ্ব ওই রোগীর অবস্থা তখন এতটাই সঙ্কটজনক, যে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ইন্টেনসিভ কেয়ার অ্যাম্বুলেন্সে। ফলে প্রয়োজন ছিল সেরকমই অন্য একটি অ্যাম্বুলেন্সের। এক মুহূর্তও সময় নষ্ট না করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়েন সার্জেন্ট সুমন্ত পাল। উদ্দেশ্য ছিল, নিকটবর্তী কোনও কারখানা থেকে অ্যাম্বুলেন্স মেরামত করার জন্য কোনও মেকানিককে নিয়ে আসা ৷
কিছুক্ষণের মধ্যেই মেকানিককে নিয়ে এসে মেরামত করা হয় অ্যাম্বুলেন্স। এরপর ট্র্যাফিক কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয়ে ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থা করেন ইনস্পেকটর সৌভিক চক্রবর্তী ৷ যাতে আর কোনওরকম দেরি না হয় হাসপাতালে পৌঁছতে। আট মিনিটের মাথায় হাসপাতালে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স ৷ সঙ্কটজনক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷ এপ্রসঙ্গে ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা বলেন, " কলকাতা ট্রাফিক পুলিশের সব সময় প্রচেষ্টা করে যাতে সাধারণ মানুষের উপকারে লাগতে পারে ৷ ওসি তিলজলার কাজ সেই রকমই একটা প্রচেষ্টার অংশ ৷’’
সব মিলিয়ে বলা যায় তিলজলা ট্রাফিক গার্ডের এই কাজে প্রশংসা করেছেন সাধারণ মানুষও ৷