বিজয় দিবস: কলকাতায় আসছে বাংলাদেশের ৭২ জনের প্রতিনিধি দল, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
কলকাতা: আগামী ১৬ তারিখ বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে কলকাতায় আসছে ৭২ জনের প্রতিনিধিদল।
সোমবার কলকাতায় সেনার পূর্বাঞ্চলীয় সদর ফোর্ট উইলিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন মেজর জেনারেল জেনারেল স্টাফ (এমজিজিএস) আর নাগরাজ।
১৯৭১ সালের যুদ্ধে এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়লাভ করেছিল। জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের। তাকে স্মরণীয় রাখতে প্রতিবছর ১৬ জানুয়ারির দিন বিজয় দিবস সাড়ম্বরে পালিত হয় ভারত ও বাংলাদেশে।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদলে থাকবেন বহু মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার। থাকবেন বাংলাদেশ সামরিক বাহিনীর তিন বিভাগের বর্তমান ও অবসরপ্রাপ্ত অফিসার। পাশাপাশি, বাংলাদেশ প্রশাসনের একাধিক কর্তাব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
সেনার সূচি অনুযায়ী, মঙ্গলবারই আসাদুজ্জামানের নেতৃত্বে ভারতে চলে আসছে বাংলাদেশের প্রতিনিধিদল। আগামী তিনদিন ধরে সেনার বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। মিলিটারি ব্যান্ডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
আগামী ১৬ তারিখ, সেনা সদরে ‘বিজয় স্মারক’-এ মূল অনুষ্ঠান হবে। সেখানে ৭১-এর যুদ্ধে চূড়ান্ত বলিদান দেওয়া সৈনিকদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন দুদেশের প্রতিনিধিরা।
এদিকে, ভারতীয় প্রতিনিধিদলে থাকবেন প্রায় ৪০ জন। তালিকায় রয়েছেন প্রাক্তন সেনা যুদ্ধে পরমবীর চক্র প্রাপক (মরণোত্তর) লান্স নায়েক আলবার্ট এক্কার পরিবার। থাকবেন বর্তমান ও অবসরপ্রাপ্ত সামরিক কর্তরা। গোটা সময়ে আগত অতিথিদের সুরক্ষা ও অনুষ্ঠান চলাকালীন যে কোনও প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।