এক্সপ্লোর
Advertisement
সামির বিরুদ্ধে আদালতে মামলা, ভরণপোষণ চাইলেন হাসিন
কলকাতা: ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলিপুর আদালতে মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তিনি সামির কাছ থেকে ভরণপোষণও চেয়েছেন। মঙ্গলবার হাসিনের অভিযোগ শোনার পরে আদালত আগামী পনেরো দিনের মধ্যে সামিকে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য সমন জারি করেছে।
এর আগে হাসিন লালবাজারে সামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৪৯৮ এ সহ ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারায় ভারতীয় দলের পেসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। হাসিন অভিযোগ করেছিলেন যে, সামি তাঁকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করেছেন এবং একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর। যদিও সামি এই অভিযোগগুলি অস্বীকার করেছেন।
গত মাসে দেহরাদূন থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন সামি। তাঁকে দেখতে মেয়েকে নিয়ে দিল্লি গিয়েছিলেন হাসিন। কিন্তু সামি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন বলে অভিযোগ। হাসিন বলেছিলেন, সামি পথ দুর্ঘটনায় আহত হয়েছে জেনে আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু ও আমার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছে। ও আমাকে হুমকি দিয়ে বলেছে, তোমার সঙ্গে আদালতেই দেখা হবে।
হাসিন আরও দাবি করেন, সামি মেয়ের সঙ্গে দেখা করেন। কিন্তু তাঁকে না চেনার ভান করেন। সামির মা দেহরক্ষীর ভূমিকায় ছিলেন বলেও অভিযোগ করেন হাসিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement