ইতিহাসকে বিকৃত করার প্রবণতা দেখা যাচ্ছে, নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতা: ইতিহাস বিকৃতির চেষ্টার অভিযোগে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চ থেকে বললেন, গাঁধী নয়, এখন নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বানানোর চেষ্টা চলছে। তাঁর দাবি, এসবের নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। এনিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। শুক্রবার, ভারতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইতিহাসকে বিকৃত করার প্রবণতা দেখা যাচ্ছে। আজকাল ইতিহাসকে নতুন করে লেখার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর মতে, সত্যকে বিকৃত করে দেখানো হলে সেটা বিরাট অপরাধ। মুখ্যমন্ত্রী বলেন, কখনও পরিকল্পিতভাবে বলা হচ্ছে, মহাত্মা গাঁধী দেশপ্রেমী না-ও হতে পারেন। কিন্তু, নাথুরাম গডসে দেশপ্রেমিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইতিহাস বদলের চেষ্টার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। বলেন, যখন রাজনৈতিক দল ইতিহাস লিখতে শুরু করে, তা কয়েকজনকে সন্তুষ্ট করতে পারে। কিন্তু, সেটা ইতিহাস হয় না। যদি রাজনৈতিক প্রতিহিংসার নামে ইতিহাসকে বদলে ফেলা হয়, আমাদের পরের প্রজন্ম কী শিখবে? মমতার অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, কিছুদিনের মধ্যে তৃণমূলই ইতিহাসের পাতায় চলে যাবে। এবার ভারতীয় ইতিহাস কংগ্রেসের ৭৮তম সম্মেলন বসেছে কলকাতায়। উপস্থিত ইরফান হাবিব থেকে রোমিলা থাপারের মতো ইতিহাসবিদরা। সেই মঞ্চ থেকেই নাম না করে, গেরুয়া শিবিরকে নিশানায় রেখে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি জানি বর্তমান পরিস্থিতিতে ইতিহাসবিদরা খুশি নন। এ নিয়েও পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। দিলীপ ঘোষের দাবি, ইরফান হাবিব, রোমিলা থাপার এরা কংগ্রেসের এজেন্ট। মুখ্যমন্ত্রী অবশ্য ইতিহাসেই আক্রমণ সীমাবদ্ধ রাখেননি। মোদী সরকারের মন্ত্রী অনন্ত হেগড়ের সংবিধান বদলানোর হুঁশিয়ারির প্রেক্ষিতেও ঘুরিয়ে খোঁচা দিয়েছেন বিজেপিকে। বলেন, আমি ক্ষমতায় আসি বা না আসি। মনে রাখতে হবে, আমরা সংবিধানকে সম্মান করি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি।