অসমের তরুণীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ, গ্রেফতার এক

কলকাতা: দিল্লি, বেঙ্গালুরু কিম্বা পুণে নয়। উচ্চশিক্ষার জন্য বরাবরই তাঁর প্রিয় গন্তব্য ছিল কলকাতা। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে পা দিয়েছিলেন এই শহরে। কিন্তু, অভিজ্ঞতা ভয়াবহ...! দিনের পর দিন ব্ল্যাকমেল করে ধর্ষণ। অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাত। চাঞ্চল্যকর অভিযোগ অসমের গুয়াহাটির এই তরুণীর। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? অভিযোগকারিণী জানিয়েছেন, বান্ধবীর সূত্রে তাঁর সঙ্গে সল্টলেকের ব্যবসায়ী রাকেশ চৌধুরীর পরিচয় হয়। তরুণীর দাবি, একদিন পার্টিতে রাকেশ তাঁকে জোর করে মদ্যপান করান। রাতে তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় সল্টেলেকের একটি গেস্ট হাউসে নিয়ে যান ওই ব্যবসায়ী। তরুণীর অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করেন রাকেশ। মোবাইল ফোনে তার ভিডিও করে রাখেন বলেও অভিযোগ তরুণীর। তরুণীর আরও অভিযোগ, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে রাকেশ দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন। তরুণীর দাবি, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর তাঁর গর্ভপাতও করানো হয়। মঙ্গলবার লেক থানায় রাকেশ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। রাতে সেক্টর থ্রি এলাকা থেকে রাকেশ চৌধুরীকে আটক করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেলিংয়ের ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাকেশ চৌধুরী বিবাহিত। এক বন্ধুর মাধ্যমে তরুণীর সঙ্গে তাঁর পরিচয়। কয়েকটি পার্টিতেও তাঁরা একসঙ্গে যান। পুলিশ সূত্রে খবর, জেরায় রাকেশ দাবি করেছেন, সপ্তাহখানেক আগে তরুণীকে নিয়ে দিল্লিও যান তিনি। তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করলেও, ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ মানতে চাননি রাকেশ। রাকেশের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে সল্টলেকের গেস্ট হাউসের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সংগ্রহ করবে বলে জানিয়েছে পুলিশ।






















