বেলঘরিয়ায় লরির পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত যুবক ও তাঁর বান্ধবী

কলকাতা: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যু। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত তিনটে নাগাদ, বেলঘরিয়া থানার সামনে, বিটি রোডে দাঁড়িয়ে থাকা লরির পিছনে, সজোরে ধাক্কা মারে অ্যাপ নির্ভর একটি গাড়ি। গাড়িচালক এবং গাড়িতে থাকা এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন মহম্মদ ফারহান নামে বছর চব্বিশের এক যুবক। সঙ্গে ছিলেন তাঁর দুই বান্ধবী টুম্পা দাস ও ঝিলিক দত্ত। দুজনেরই বয়স কুড়ি-বাইশের মধ্যে। বাড়ি ফুলবাগানে। যুবকের বাড়ি কাঁকুড়গাছিতে। সূত্রের খবর, পুলিশ তদন্তে জানতে পেরেছে, কামারহাটিতে এক বন্ধুকে নামিয়ে গাড়ি নিয়ে কলকাতা ফিরছিলেন যুবক ও তাঁর বান্ধবীরা। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। কামারহাটিতেই গাড়িটি এক জায়গায় ধাক্কা মারে। তারপর বেলঘরিয়া থানার সামনে বেপরোয়া গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরির পিছনে। মৃত্যু হয় গাড়ি চালক মহম্মদ ফারহান এবং তাঁর বান্ধবী টুম্পা দাসের। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই বিটি রোডের ধারে সারি সারি লরি দাঁড়িয়ে পড়ে। এতে রাস্তা সরু হয়ে যায়। যার জেরে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি, রাস্তার ধারে বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু, তারপরেও পথ দুর্ঘটনা রোখা যাচ্ছে কই!






















