রাতের কলকাতায় 'কুপিয়ে খুন' যুবককে, বাঁচাতে গিয়ে 'আক্রান্ত' পরিবারও
মৃতের পরিবারের দাবি, দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল নেতার অনুগামী।

কলকাতা: রাতের শহরে কুপিয়ে যুবক খুনের অভিযোগ। পঞ্চসায়রের নবদিগন্ত এলাকার ঘটনা। মৃত যুবকের নাম বিশ্বরূপ দাস। বছর পঁচিশের ওই যুবক পেশায় গাড়িচালক। অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র ও ভাঙা বোতল দিয়ে কুপিয়ে খুন করে। বাঁচাতে গেলে ওই যুবকের মা-বাবা ও পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে, বিশ্বরূপকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের দাবি, দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল নেতার অনুগামী। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড ও ফরেন্সিক দলের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে ঠিক কী কারণে এই খুন, খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ।






















