ভ্যালেন্টাইন্স ডে-তে জেব্রা শাবকের জন্ম, নাম রাখা হল ‘ভ্যালেন্টিনা’
একটি জেব্রা শাবক, ২টি রিং টেলড লেমুর শাবকের জন্ম।
রুমা পাল, কলকাতা: একটি জেব্রা শাবক, ২টি রিং টেলড লেমুর শাবকের জন্ম। আলিপুর চিড়িয়াখানায় ফেব্রুয়ারিতে নতুন তিন অতিথি। মা ও শাবকেরা আপাতত ভাল আছে। তবে জেব্রা শাবকটিকে এখনই দর্শকদের সামনে আনা হবে না। চিড়িয়াখানা সূত্রে খবর, তাকে আরও ৮-১০ দিন পর দর্শকদের সামনে আনা হবে।
গত ১৪ ফেব্রুয়ারি জন্ম হয়েছে একট জেব্রা শাবকের। আর তার আগে, গত ১ ফেব্রুয়ারি রিং টেলড লেমুরের ২টি শাবকের জন্ম হয়েছে। চিড়িয়াখানা সূত্রে খবর, ২০১০ এ ইজরায়েল থেকে আনা হয় জেব্রা অন্তরাকে। গত ১৪ ফেব্রুয়ারি সে জন্ম দিয়েছে শাবকের। ভ্যালেন্টাইন্স ডে-র দিন জন্ম বলে জেব্রা শাবকের নাম রাখা হয়েছে ভ্যালেন্টিনা। এই নিয়ে আলিপুর চিড়িয়খানায় জেব্রার সংখ্যা হল ৭।
গত বছরের জুনে চিড়িয়াখানায় তিনটি সিংহ শাবকের জন্ম হয়েছিল। তার মধ্যে একট মারা যায়। এখন ২টি সিংহ শাবক রয়েছে। তারপর আবার ফেব্রুয়ারিতে নতুন অতিথি এল আলিপুর চিড়িয়াখানায়।