এক্সপ্লোর
Advertisement
জেলে আমার সেল, বাথরুমে ক্যামেরা বসানো হয়েছিল! ইমরান সরকারকে নিশানা নওয়াজ-কন্যার
পিএমএল (এন) নেত্রীকে গত বছর বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করা হয়। তিনি রাজনৈতিক শত্রুতার শিকার, তাঁকে আইন লঙ্ঘন করে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন মরিয়ম।
ইসলামাবাদ: ইমরান খান সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফের। মরিয়ম পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর সহ সভাপতি। গত বছর চৌধুরি সুগার মিলস মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে গ্রেফতারির পর জেলে থাকাকালে তাঁর সঙ্গে কেমন আচরণ করা হয়েছিল, তা জানাতে গিয়ে জেল কর্তৃপক্ষ তাঁর কুঠুরি ও বাথরুমে ক্যামেরা বসিয়েছিল বলে অভিযোগ করেন মরিয়ম।
পাকিস্তানি চ্যানেল জিও নিউজ জানিয়েছে, মরিয়ম পাক প্রশাসনকে ইঙ্গিত করে বলেছেন, দুবার আমি জেলে গিয়েছি, যদি বলে দিই, একজন মহিলা হিসাবে আমার সঙ্গে সেখানে কেমন আচরণ করা হয়েছিল, তবে ওদের লজ্জায় মুখ দেখানোর ঔদ্ধত্য থাকবে না। ইমরানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের সমালোচনা করে পিএমএল-এন নেত্রী বলেন, কর্তৃপক্ষ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বাবা নওয়াজ শরিফের চোখের সামনে তাঁকে গ্রেফতার, তাঁর ওপর ব্যক্তিগত আক্রমণ করতে পারলে, পাকিস্তানে একজন মহিলাও সুরক্ষিত, নিরাপদ নন।
সেইসঙ্গে মরিয়মের মন্তব্য, পাকিস্তান বা যেখানেই থাকুন, কোনও মহিলাই দুর্বল নন।
জিও নিউজের খবর, সাক্ষাত্কারে মরিয়ম তাঁর দল সংবিধানের আওতায় সামরিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে তৈরি, তবে শর্ত হল, পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। পিএমএল (এন) নেত্রীকে গত বছর বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার করা হয়। তিনি রাজনৈতিক শত্রুতার শিকার, তাঁকে আইন লঙ্ঘন করে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন মরিয়ম।
গত বছর পাক প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা সংক্রান্ত বিশেষ সহকারী শাহজাদ আকবর দাবি করেন, মরিয়মের পরিবার চৌধুরি সুগার মিলসকে অবৈধ আর্থিক লেনদেন ও তার শেয়ার বেআইনি কায়দায় হস্তান্তরে ব্যবহার করেছে। ২০০৮ সালে ওই মিলের শেয়ারের মাধ্যমে ৭০ লক্ষ টাকার বেশি অর্থমূল্যের শেয়ার মরিয়মের নামে সরানো হয়েছে,পরে তা ২০১০-এ হস্তান্তর করা হয় তাঁর ভাই ইউসুফ আব্বাস শরিফকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement