Car Accident Video: ট্যাক্স চাওয়ার জের, টোল প্লাজার মহিলাকে পিষে দিল গাড়ি
Car Accident Video: টোল ট্যাক্স চাওয়ায় টোল প্লাজার এক মহিলাকে পিষে দিল একটি গাড়ি। ঘাতক গাড়িটি বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার সন্ধান চালাচ্ছে পুলিশ। ভাইরাল হয়েছে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।
মেরুঠ: গাড়ির ট্যাক্স (toll tAX) চাওয়ার জেরে টোলপ্লাজার একজন মহিলাকে পিষে দিল একটি গাড়ির চালক। এর জেরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা কর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরুঠের (Meerut) কাশী টোল প্লাজায় (Kashi Toll Plaza)। পরে এই ঘটনায় একটি এফআইআর দায়ের করে অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
#WATCH | Meerut, Uttar Pradesh: At the Kashi Toll Plaza, a car coming from Delhi crashes into a woman employee of the toll plaza on being asked for the toll. The woman was heavily injured and was rushed to the hospital. (13.05)
— ANI (@ANI) May 14, 2024
(CCTV source: Toll Plaza) pic.twitter.com/uRjxIHTdNg
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার একটি গাড়ি দিল্লি থেকে আসছিল। উত্তরপ্রদেশের মেরুঠের কাশী টোল প্লাজায় এসে পোঁছলে টোল ট্যাক্স আদায়ের জন্য একজন মহিলা তাঁর গাড়ি আটকান। এই বিষয়ে নিয়ে কথা কাটাকাটি চালানোর সময়ই আচমকা গাড়ির চালক সজোরে গাড়ি চালিয়ে ওই মহিলাকে ধাক্কা মেরে পিষে দিয়ে যায়। চোখের সামনে এই ঘটনা দেখে টোল প্লাজার বাকি কর্মীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এদিকে এই বিষয়ে অভিযোগ জানানোর পর ঘাতক গাড়িটির সন্ধানটির সন্ধান করার পাশাপাশি তদন্ত চালাচ্ছে পুলিশ।
এপ্রসঙ্গে মেরুঠের কাশী টোল প্লাজার ম্যানেজার অনিল শর্মা বলেন, "টোল ট্যাক্স চাওয়ার জন্য দিল্লি থেকে আসা একটি গাড়ি আমাদের টোল প্লাজার এক কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এমনকী ওই গাড়ির চালক সামনে দাঁড়িয়ে টোল ট্যাক্স চাওয়ায় প্লাজার এক মহিলা কর্মীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে গুরুতর জখম হন ওই মহিলা কর্মী। এটা একটা খুব ভয়ানক ঘটনা। এই দুর্ঘটনায় জড়িত থাকা ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। যাতে করে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rahul Gandhi Marriage: কবে বিয়ে করছেন রাহুল গান্ধী? প্রকাশ্যে কী জানালেন কংগ্রেস নেতা