এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী মোদির বিকৃত ছবি পোস্ট, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা
তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনু্ষ্ঠানে মাস্ক পরে হাতে একটি বাটি নিয়ে হেঁটে যাচ্ছেন মোদি।
ইনদওর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি পোস্টের অভিযোগে মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়ক তথা দলের কার্যনির্বাহী সভাপতি জিতু পটোয়ারির বিরুদ্ধে মামলা। তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনু্ষ্ঠানে মাস্ক পরে হাতে একটি বাটি নিয়ে হেঁটে যাচ্ছেন মোদি। বিজেপির অভিযোগ, এতে শুধু মোদির ভাবমূর্তিতে আঘাতই লাগেনি, হিন্দুদের ভাবাবেগও ক্ষুন্ন হয়েছে।
৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী মোদি। মাস্ক পরে, দূরত্ববিধি বজায় রেখে অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই দিনের এই অনুষ্ঠান নিয়ে বিকৃত ছবির সঙ্গে মধ্যপ্রদেশের রাউ কেন্দ্রের কংগ্রেস বিধায়ক টুইটে লেখেন, ‘‘ দেশের অর্থনীতি, ব্যবসা, বেকারত্ব, অর্থনীতির অধোগতি, কৃষকদের দুর্দশা, শ্রমিক-সংগ্রাম কোনওটাই আজ আর টেলিভিশনে আলোচনা-বিতর্কের বিষয় নয়। কারণ( আমরা) এখন বাটি নিয়ে কথা বলব।’’
এ ধরনের টুইটের পর ইনদওর কেন্দ্রের সাংসদ শঙ্কর লালওয়ানি সহ স্থানীয় বিজেপি নেতারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্রকে একটি স্মারকলিপিও দেন তাঁরা। ছত্রীপুরা পুলিশ স্টেশনের ইন চার্জ পবন সিহল জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা ( উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট) ও ৪৬৪ নম্বর ধারা(মিথ্যা ইলেকট্রনিক রেকর্ড) জিতু পটোয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি রাজ্য সভাপতি গৌরব রণদিভে।
পরে নিজের টুইটার হ্যান্ডল থেকে কংগ্রেস বিধায়ক পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক থামেনি। কমলনাথ মন্ত্রিসভায় উচ্চ শিক্ষামন্ত্রীর পদে ছিলেন জিতু। মোদিকে নিয়ে করা হিন্দি টুইটে বানান ভুল হওয়ায় কটাক্ষ করতে ভোলেনি বিজেপি। কংগ্রেস এমনই একজনকে উচ্চ শিক্ষামন্ত্রী করেছিল, যিনি বানানটা পর্যন্ত ঠিক করে লিখতে পারেন না, তোপ বিজেপির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement