CBSE, ICSE 12th Exam SC Hearing: পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি
CBSE, ICSE 12th Exam SC Hearing: আগামী ৩১ মে পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি।
নয়াদিল্লি: পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি। আগামী ৩১ মে পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি। উভয় বোর্ডেরই পরীক্ষা স্থগিতের আবেদনে শুনানি হবে। সূত্রের খবর, পয়লা জুন এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই জানিয়েছিল কেন্দ্র।
আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। ওই মামলায় তিনি বলেছেন কোভিড পরিস্থিতিতে আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এদিন শুনানি শুরু হওয়ার পরই বিচারপতিরা জানতে চান তিনি কি কপি দিয়েছেন? তখন জানা যায়, পিটিশনের কপি দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পিটিশনের কপি দিতে হবে সংশ্লিষ্ট দুই বোর্ড এবং কেন্দ্রীয় সরকারকে। একইসঙ্গে সিবিএসই এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি তাও বলেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়।
করোনা পরিস্থিতিতে স্থগিত এ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা স্থগিত ১৫টি রাজ্যে। এমনিতেই দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে এখন কম বয়সীরা আক্রান্ত হচ্ছে, তাতে দেশজুড়ে বোর্ড পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রবেশিকার ভবিষ্যত্ নিয়েও উদ্বিগ্ন দেশের কোটি কোটি পড়ুয়া। এই আবহে দ্বাদশের পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই আইনজীবী।