Centre on Cotton Imports: উঠে গেল ১০ শতাংশ শুল্ক, স্বস্তির নিঃশ্বাস বস্ত্রশিল্পে
Customs Duty On Cotton: দীর্ঘদিন ধরেই এই শুল্ক তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্পের সঙ্গে যুক্তরা।
নয়াদিল্লি: তুলোর আমদানির উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বস্ত্রশিল্পে সুবিধের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এতদিন কত শুল্ক:
তুলোর আমদানির উপর শুল্ক নেওয়া হতো। এতদিন পর্যন্ত তুলোর আমদানির উপর ৫ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি (Basic Customs Duty) নেওয়া হতো। তার সঙ্গেই ছিল ৫ শতাংশ এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেস (Agriculture Infrastructure Development Cess)। দীর্ঘদিন ধরেই এই শুল্ক তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্পের সঙ্গে যুক্তরা।
কার্যত তা মেনেই Central Board of Indirect Taxes and Customs-এক তরফে শুল্ক তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।
কবে থেকে চালু নয়া নিয়ম:
নতুন এই বিজ্ঞপ্তি কার্যকর হতে চলেছে ১৪ এপ্রিল থেকে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত। ততদিন পর্যন্ত শিল্প উৎপাদনের খরচও অনেকটাই কমবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীদের একটি অংশ।
কারা সুবিধে পাবেন?
কেন্দ্রের এই সিদ্ধান্তে সুবিধা পাবেন বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত অনেকেই। সুতো, কাপড় তৈরি সঙ্গে যুক্তরা এর সুবিধে পাবেন। ফলে রেডিমেড জামাকাপড় তৈরির শিল্পক্ষেত্র থেকে শুরু করে গ্রাহক সকলেই এর সুবিধা পাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (Federation of Indian Export Organisations)। অর্থমন্ত্রক এবং বস্ত্রমন্ত্রককে ধন্যবাদ জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনের সভাপতি এ শক্তিভেল (A Sakthivel) বলেছেন, 'এর ফলে দাম কমবে। তার ফলে যারা আমদানি করেন এবং যারা জামাকাপড় তৈরি ও ওই সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবার খুব সুবিধা হবে।'
রেডিমেড জামাকাপড় রফতানিও করে ভারত। তুলোর আমদানির উপর শুল্ক উঠে যাওয়ায় রফতানির ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক বাজারে সুবিধে পাবে ভারতীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: আগের দিনের চেয়ে কমলেও নতুন আক্রান্ত ফের হাজারের বেশি