India Covid: আগের দিনের চেয়ে কমলেও নতুন আক্রান্ত ফের হাজারের বেশি
Covid Update: স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা শেষ কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১০০৭ জন।
নয়াদিল্লি: আগেরদিনের চেয়ে সামান্য কমলেও হাজারের উপরেই থাকল ভারতের দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা শেষ কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ১০০৭ জন। গতকাল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১০৮৮ জন। তার আগে কয়েকদিন টানা হাজারের নীচেই ছিল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ।
কোভিড সংক্রমণ মুক্ত কত?
শেষ বুলেটিন অনুযায়ী ভারতে এখন অ্যাক্টিভ কোভিড (Active Covid Case) কেস রয়েছে ১১০৫৮, যা আগেরদিনের চেয়ে সামান্য বেশি। ভারতে দৈনিক কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ০.২৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১৮ জন। এখন ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ।
চলছে লড়াই:
কোভিড কমের দিকে। তবে রয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। সামনে এসেছে নতুন কোভিড ভ্যারিয়েন্টও। এই পরিস্থিতিতে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। ইতিমধ্যেই সব সাবালকদের বুস্টার ডোজ শুরু হয়েছে। ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি। ১৮ বছরের বেশি যাঁদের বয়স, করোনাভাইরাস সংক্রমণ (Coronavirus) প্রতিরোধের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বুস্টার ডোজ নেওয়ার জন্য ফের টিকাকরণ কেন্দ্রে হাজির হচ্ছেন তাঁরা। তবে এর আগে সরকারের পক্ষ থেকে করোনার টিকার দু’টি ডোজ বিনামূল্যে দেওয়া হলেও, এবার এখনও সেরকম কোনও ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রক এবার জানিয়ে দিয়েছে, আপাতত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে না। বেসরকারি কেন্দ্রে মিলবে বুস্টার ডোজ। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন - দুটি বুস্টার ডোজই মিলবে ২২৫ টাকা করে। মার্চ থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী নাবালকদের জন্য়ও কোভিড টিকাকরণ শুরু হয়েছে।
আরও পড়ুন: আগুনের গ্রাসে কারখানা, প্রাণ হারালেন ৬ জন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )