এক্সপ্লোর
Advertisement
ক্যানসারে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চাডউইক বোসম্যান
আর এই সব কিছু তিনি চালিয়ে গিয়েছেন অসংখ্য সার্জারি আর কেমোথেরাপির ফাঁকে ফাঁকে।
কলকাতা: মার্ভেল সিনেমার ব্ল্যাক প্যান্থার চাডউইক বোসম্যান মারা গেলেন। ৪ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি, বয়স হয়েছিল ৪৩।
চাডউইক কোলন ক্যানসারে আক্রান্ত হন। মার্ভেল ছবিতে খ্যাতি পাওয়ার আগে ঐতিহাসিক চরিত্র জ্যাকি রবিনসন এবং জেমস ব্রাউনের ভূমিকায় অভিনয় করেন চাডউইক। তারপর ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় রাতারাতি দুনিয়া জুড়ে পরিচিতি দেয় তাঁকে। সম্রাট টি চালার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করেন তিনি।
লস অ্যাঞ্জেলসের বাসভবনে চাডউইক মারা গিয়েছেন, মৃত্যুর সময় তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্যরা ছিলেন পাশে। পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ৪ বছর আগে তাঁর কোলনে ক্যানসার ধরা পড়ে, তখন থেকে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু ওই শারীরিক অবস্থাতেই একের পর এক ছবি করে গিয়েছেন তিনি। মার্শাল থেকে ডা ৫ ব্লাডস, অগাস্ট উইলিসনসের মা রেইনিস ব্ল্যাক বটম- নানা ছবিতে ধরা পড়েছে চাডউইকের প্রতিভা। অসুখের কথা জনসমক্ষে কখনও আলোচনা করেননি তিনি। মা রেইনিস ব্ল্যাক বটম তাঁর শেষ ছবি। আর এই সব কিছু তিনি চালিয়ে গিয়েছেন অসংখ্য সার্জারি আর কেমোথেরাপির ফাঁকে ফাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement