Chennai-Colombo Flight: যাত্রীভর্তি বিমানে ৫ লস্কর সন্দেহভাজন? হুমকি চিঠি ঘিরে শোরগোল, তল্লাশি চলল শ্রীলঙ্কায়
Pahalgam Terror Attack: শনিবার শ্রীলঙ্কার একটি সংস্থার বিমান চেন্নাই থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেয়।

নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার পর নয় নয় করে দু’সপ্তাহ কাটতে চলেছে। এখনও পর্যন্ত নাগাল মেলেনি হামলাকারী জঙ্গিদের। আর সেই আবহেই বিমানে জঙ্গি থাকার সম্ভাবনা ঘিরে উত্তেজনা ছড়াল। যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হল বিমানে। শেষ পর্যন্ত যদিও সন্দেহভাজন কোনও জঙ্গির খোঁজ মেলেনি বিমানে। কিন্তু গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। (Chennai-Colombo Flight)
শনিবার শ্রীলঙ্কার একটি সংস্থার বিমান চেন্নাই থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেয়। বিমানটি আকাশে ওড়ার পর চেন্নাই বিমানবন্দরে ইমেলে একটি হুমকি চিঠি আসে। ওই চিঠিতে জানানো হয়, কলম্বোর উদ্দেশে রওনা দেওয়া বিমানে পাঁচ লস্কর-ই-তৈবা জঙ্গি রয়েছে। কাশ্মীরের পহেলগাঁও হামলায় লস্কর যোগ পাওয়া গিয়েছে। ফলে হুমকি চিঠি পেয়ে উত্তেজনা ছড়ায় চেন্নাই বিমানবন্দরে। (Pahalgam Terror Attack)
ইমেলে চিঠিটি ঢোকে বেলা ১১টা বেজে ৫ মিনিটে। তাতে লেখা ছিল, দক্ষিণ ভারতের পাঁচ পুরুষ। তারা লস্কর জঙ্গি। একেবারে সাফ প্রোফাইল, প্রশিক্ষণ রয়েছে। দেখে সন্দেহ হওয়ার জো নেই। কিন্তু তত ক্ষণে বিমানবন্দর ছেড়ে আকাশে উড়তে শুরু করে দিয়েছে বিমানটি। ফলে চেন্নাই বিমানবন্দর থেকে ফোন যায় শ্রীলঙ্কার কলম্বো বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে পাঁচ সন্দেহভাজন লস্কর জঙ্গি থাকতে পারে বলে জানানো হয়।
এর পর কলম্বো বিমানবন্দরে প্রস্তুতি শুরু হয়ে যায়। বিমানটি মাটি ছোঁয়ামাত্রই কাজে নেমে পড়েন নিরাপত্তারক্ষীরা। প্রথমেই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। এর পর চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। কিন্তু তাতে সন্দেহভাজন কাউকেই শনাক্ত করা যায়নি। তাই ভুয়ো হুমকি এসেছিল বলে সিদ্ধান্তে উপনীত হন তদন্তকারীরা।
শ্রীলঙ্কার বিমান সংস্থা সেই নিয়ে বিবৃতিও প্রকাশ করে, যাতে লেখা হয়, ' চেন্নাই এয়ার কন্ট্রোল থেকে সতর্কবার্তা এসেছিল যে সন্দেহভাজন কেউ বিমানে আছে। সেই মতো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিমানে তল্লাশি চালানো হয়'। শেষ পর্যন্ত যদিও স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। হুমকি চিঠিটি কে পাঠিয়েছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় একদল জঙ্গি, যাতে ২৬ জনের মৃত্যু হয়। উপত্যকার জঙ্গি সংগঠন, The Resistance Front হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করের ছায়া সংগঠন হিসেবে উপত্যকায় নাশকতা চালায় The Resistance Front. জঙ্গিদের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করা গেলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এমতাবস্থায় দেশের বড় শহরগুলিতে উচ্চ সতর্কতা জারি হয়েছে।






















