এক্সপ্লোর
Advertisement
এবার করোনা পজিটিভ ‘চেন্নাই এক্সপ্রেস’ এর প্রোডিউসার করিম মোরানির মেয়ে, ভর্তি হাসপাতালে
মোরানিরা শগুন নামে যে আবাসনের বাসিন্দা, সেটি পুরোপুরি লকডাউন করা হয়েছে। সাজার পরিবারে মোট ৯ জন সদস্য। আজ পরিবারের বাকি সদস্যের করোনাভাইরাস সংক্রমণ টেস্ট করাবে পুর কর্তৃপক্ষ।
মুম্বই : করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ল বলিউডের নামী প্রযোজক করিম মোরানির মেয়ে সাজা মোরানির। চেন্নাই এক্সপ্রেস এর প্রোডিউসারও খবরটা সঠিক বলে জানিয়েছেন। সাজা নাকি করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পর মুম্বইয়ে লকডাউন চালু হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন। জুহুর নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
গতকাল বিকালে করোনাভাইরাস সংক্রমণ টেস্টে পজিটিভ ধরা পড়েন সাজা। জুহুতে বাবা-মা, বোন জোয়া মোরানির সঙ্গেই থাকেন তিনি। জোয়া অভিনেত্রী। এই প্রথম জুহুতে করোনাভাইরাসে প্রথম কারও আক্রান্ত হওয়ার খবর এল। স্বাভাবিক ভাবে সেখানে খানিকটা উদ্বেগ, সংশয়, ভীতি ছড়িয়েছে এর ফলে। এই তল্লাটেই থাকেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, হৃত্বিক রোশন, জিতেন্দ্রর মতো রুপোলি দুনিয়ার তারকারা।
মোরানিরা শগুন নামে যে আবাসনের বাসিন্দা, সেটি পুরোপুরি লকডাউন করা হয়েছে। সাজার পরিবারে মোট ৯ জন সদস্য। আজ পরিবারের বাকি সদস্যের করোনাভাইরাস সংক্রমণ টেস্ট করাবে পুর কর্তৃপক্ষ। মোরানি পরিবারের বলিউড যোগ অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাজার বন্ধবান্ধব অনেক। করিম শাহরুখ খানের ঘনিষ্ঠ বলে পরিচিত। দীপিকা-শাহরুখের জনপ্রিয় ছবি চেন্নাই এক্সপ্রেস সহ কিং খানের অনেক ছবিরই প্রযোজক তিনি।
বলিউডে সাজার আগে কোভিড ১৯ সংক্রমণ হয় প্রথম বলিউড গায়িকা কণিকা কপূরের। ২০ মার্চ প্রথম তাঁর পরীক্ষার ফল পজিটিভ বেরয়। পরপর বেশ কয়েকটি টেস্টের ফল একই আসে। তবে সর্বশেষ দুটি রিপোর্ট নেগেটিভ হওয়ায় লখনউয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement