এক্সপ্লোর
Advertisement
Chhath Puja: আজ ছটপুজো, আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা
Chhath Puja: সুভাষ সরোবরের আশপাশের রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে।
কলকাতা: আজ ছটপুজো। আজ সূর্যাস্ত থেকে পুজো শুরু হবে, চলবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ করা হয়েছে ছটপুজো। আগামীকাল দুপুর পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সুভাষ সরোবরের আশপাশের রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। গাড়ি অথবা লোকজনের প্রবেশ নিষিদ্ধ। মোতায়েন করা হয়েছে পুলিশ।
তবে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে সকাল থেকে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। গতকাল থেকে চলছে ঘাট পরিষ্কার। ঘাটে লাগানো হয়েছে মাইক। ছট পালন উপলক্ষ্যে দুপুরের পর থেকে ঘাটে নিরাপত্তা জোরদার করা হবে। এর পাশাপাশি, করোনা আবহে এবার ঘরে বসেই ছট পালনের আবেদন জানিয়েছে জেলা প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement