গালওয়ান সংঘর্ষ: নিহত জওয়ানদের নাম প্রকাশ চিনের
গত বছরের জুনে গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষে চিনের কত ক্ষয়ক্ষতি হয়েছিল, তা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিল বেজিং। অবশেষে আজ তারা নিহত জওয়ানদের নাম, পরিচয়, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে।
নয়াদিল্লি: গালওয়ান সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? নিহত জওয়ানদের নাম-পরিচয় কী? এই প্রথম সরকারিভাবে তা সামনে আনল চিন। চিন আজ জানিয়েছে, গালওয়ানে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষে পিএলএ-র ৪ জওয়ানের মৃত্যু হয়েছিল।
গত বছরের জুনে গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষে চিনের কত ক্ষয়ক্ষতি হয়েছিল, তা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিল বেজিং। অবশেষে আজ তারা নিহত জওয়ানদের নাম, পরিচয়, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। তবে ভারতের দাবি, লাদাখ সংঘর্ষে চিনের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল। যদিও আজ যে তথ্য চিন প্রকাশ করেছে, তাতে চার জওয়ানের নাম বলা হয়েছে। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছিলেন।
চিনের সংবাদমাধ্যম এদিন ট্যুইটারে লিখেছে, গত বছর জুন মাসে সীমান্ত সংঘাতে ৪ জন জওয়ানের প্রাণ গিয়েছিল। কারাকোরাম পর্বতমালায় নিহতদের চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশন মরণোত্তর সম্মাননা উপাধি এবং প্রথম শ্রেণির যোগ্যতার সম্মান দিয়েছে। তাঁদের নেতৃত্ব দেওয়া আহত এক কর্নেলকেও সম্মান জানানো হয়েছে।
জানা গিয়েছ, নিহত জওয়ানদের নাম, চেন গ্রিয়াংগঙ্গ, জিয়াইউ সিইউওয়ান, ওয়াং ঝাউরান । উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় চিনা সেনা। জুন মাসে লাদাখের গালওয়ানে চিনের সঙ্গে ভারতের সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে শহীদ হয়েছিলেন ভারতের ২০ জন সেনা। ভারতের প্রত্যাঘাতে চিনের সেনা নিহত হয়েছিল বলে দাবি করেছে বেজিং। কিন্তু সেই নাম বা কোনও তথ্য প্রকাশ করেনি তারা। শেষমেশ জওয়ানদের নাম প্রকাশ করতে বাধ্য হল চিন।
গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতের পরই ভারত-চিন সীমান্ত নিয়ে একাধিকবার বৈঠকে বসেছে দুদেশ । পরিস্থিতি বদলাতে সামরিক স্তরে বৈঠকে বসেছে নয়াদিল্লি এবং বেজিং। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করতে বৈঠকে বসে দুদেশ। সীমান্ত বিবাদ মিটিয়ে ফেলার উপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। গত সপ্তাহেপ্যাংগং হ্রদের ফিঙ্গার পয়েন্টগুলি থেকে সেনা সরাতে শুরু করেছে চিন। সেনা ও কাঠামো সরানোর ভিডিও ধরা পড়েছে।