Agnimitra Paul: 'তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য আপোসহীন রাজ্য সভাপতি চাই', বললেন অগ্নিমিত্রা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: উপনির্বাচনে ভরাডুবি, বঙ্গ বিজেপিতে একে একে তথাগতর সুর! 'তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য আপোসহীন রাজ্য সভাপতি চাই' । লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্রা পালের । তাহলে কী সুকান্ত কম্প্রোমাইজিং? জবাব এড়ালেন অগ্নিমিত্রা
আরও খবর..
মনোরম আবহাওয়ার মধ্যেও দূষণের মাত্রা উদ্বেগজনক। সবুজায়ন যেখানে বেশি, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, রবীন্দ্র সরোবরের মতো জায়গায় দূষণের মাত্রা অন্য জায়গার তুলনায় বেশি। কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে আজই ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত । জেল বা থানা, বিকাশ যেখানেই থাকুন, সেখান থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে, নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী । এদিন কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাঝি ওরফে লালা-সহ ৪৮ জন অভিযুক্ত সশরীরে হাজির থাকলেও, ছিলেন না বিকাশ মিশ্র । গতকাল পকসো মামলায় তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ । আসানসোল সিবিআই আদালত থেকে বিকাশের ভার্চুয়াল হাজিরার জন্য প্রেসিডেন্সি জেলে মেল পাঠানো হয়েছে।