এক্সপ্লোর
Advertisement
১০টি পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চিনের
নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্প জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই ১০টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র সূত্রে এমনই খবর। ওই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ডিএফ-৫সি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০টি মাল্টিপল ইনডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল (এমআইআরভি) ছিল। এই ওয়ারহেডগুলি স্বাধীনভাবে আলাদা আলাদা নিশানায় আঘাত হানতে সক্ষম।
আটের দশকের গোড়ায় চিনের সেনাবাহিনীর হাতে আসে ডিএফ-৫ ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্রেরই উন্নত সংস্করণ ডিএফ-৫সি। চিনের শ্যানজি প্রদেশের তাইয়ুয়ান স্পেস লঞ্চ সেন্টার থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সেটি পৌঁছয় পশ্চিম চিনের একটি মরুভূমিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর কড়া নজর রেখেছিলেন। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার গ্যারি রস বলেছেন, তাঁরা নিয়মিত চিনের সেনাবাহিনীর উপর নজরদারি চালান। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল, চিনের অস্ত্রাগারে ২৫০টি ওয়ারহেড আছে। কিন্তু এখন মনে করা হচ্ছে, ওয়ারহেডের সংখ্যা অনেক বেশি।
চিনের সামরিক বিশেষজ্ঞদের অবশ্য দাবি, ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনও সম্পর্ক নেই। এই পরীক্ষার জন্য সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে অনুমতি নিতে হয়। অনুমতি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির জন্য এক বছর সময় লাগে। চিনের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার জন্যই এই পরীক্ষা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement