মানব শরীরে দ্বিতীয় করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরুর অনুমতি দিল চিনা সেনা
করোনার একটি নতুন ওষুধ তৈরি করেছে চিনের অ্যাকাডেমি অফ মিলিটারি সায়েন্স, নাম "আরকোভ"
নয়াদিল্লি: মানুষের ওপর দ্বিতীয় করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করতে নিজেদের সামরিক গবেষণা ইনস্টিটিউটকে অনুমোদন দিল চিন। এখনও পর্যন্ত সাত ধরনের ওষুধ নিয়ে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করেছে ওই প্রতিষ্ঠান। এবার অষ্টম ওষুধ নিয়ে প্রয়োগ শুরু হবে।
কোভিড-১৯ সংক্রমণে বিশ্বব্যাপী ৪.৭ লক্ষ মানুষের মৃত্যু হলেও এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিনের বিক্রির অনুমতি মেলেনি। তবে, বিভিন্ন দেশে মোট প্রায় এক ডজনের বেশি ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে মোকাবিলা, বিশেষ করে ভ্যাকসিন পরীক্ষায় বিশ্বে প্রথম সারিতে রয়েছে চিন।
চিনের অ্যাকাডেমি অফ মিলিটারি সায়েন্স একটি নতুন ওষুধ তৈরি করেছে। চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন ওই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে।
নতুন এই ওষুধের নাম "আরকোভ"। এটি এমআরএনএ-নির্ভর। ঠিক একই পন্থা অবলম্বন করে পৃথক ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না এবং জার্মান কিওরভ্যাক।
চিনের ক্লিনিকাল ট্রায়াল রেজিস্ট্রির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই ওই নতুন ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে। এছাড়া, আরেকটি ভ্যাকসিন যার পোশাকী নাম "এডি৫-এনকোভ"-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাও শুরু হবে। কানাডায় এই ভ্যাকসিনের মানব-পরীক্ষায় মিলেছে অনুমোদন।