Cinema Hall: সিনেমাহলে খাবার নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা! জানাল সুপ্রিম কোর্ট
Supreme Court on Cinema Hall: সিনেমা হলে এখন বাইরে থেকে খাবার নিয়ে আর ঢোকা যায় না। যা নিয়ে প্রবল আপত্তিও রয়েছে। সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।
কলকাতা: সিনেমাহলে গিয়ে পপকর্ন কিংবা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে সিনেমা দেখতে ভালবাসে আট থেকে আশি। কিন্তু সেই ভাললাগায় এবার ছেদ পড়তে চলেছে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সিনেমা হলগুলি হলের ভেতরে খাবার এবং পানীয় বিক্রির জন্য নিয়ম ও শর্তাবলী দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। তারা চাইলে হলের ভেতরে দর্শকদের নিয়ে আসা খাবার নিষিদ্ধ করতে পারে।
প্রসঙ্গত, সিনেমা হলে এখন বাইরে থেকে খাবার নিয়ে আর ঢোকা যায় না। যা নিয়ে প্রবল আপত্তিও রয়েছে। সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। সেই মামলার নিরিখেই এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তরফ থেকে রায়ে জানানো হয়, সিনেমা হল যেহেতু হল মালিকদের নিজস্ব সম্পত্তি তাই সেখানে তাঁরা নিজের শর্তে যে কোন নিয়ম চালু করতেই পারেন। তবে সেই নিয়ম অবশ্যই জনস্বার্থ, নিরাপত্তা এবং নাগরিক কল্যাণের পরিপন্থী হতে হবে। পাশাপাশি বলা হয়েছে, খাদ্য এবং পানীয় বিক্রির ক্ষেত্রেও হল মালিকদের নিজস্ব শর্ত থাকতেই পারে। তবে সিনেমা দেখতে আসা দর্শকরা সেই শর্ত মানবেন কিনা সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত।
আরও পড়ুন, 'বিডিও-রা সবথেকে বড় ডাকাত, সব অফিস ঘেরাও করা হবে', হুঁশিয়ারি দিলীপের
এদিন মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ রায় দেন, ‘যাঁরা হলে যাচ্ছেন সিনেমা দেখতে তাঁরা হলে বিক্রি হওয়া সেই খাবার ও পানীয় নাও খেতে পারেন। সিনেমা হলের মালিকরা যেমন নিজেরা খাবার বিক্রি করতে পারবেন, সেরকমই তাঁরা বাচ্চাদের জন্য বাবা-মারা যে খাবার নিয়ে যান, তাতে বাধা দিতে পারবেন না।’
তবে বাচ্চাদের খাবারের ব্যাপারে যাতে কোনরকম নিষেধাজ্ঞা জারি না হয় সে কথা যেমন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, তেমনই বিনামূল্যে যাতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকে সিনেমা হলে সেই নির্দেশও দিয়েছে।