Delhi News: হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন বিমানযাত্রী, ছুটে এলেন কর্তব্যরত CISF জওয়ানেরা, তারপর?
Delhi Airport News: দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক উৎকণ্ঠার ছবি। এক যাত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। তারপর?
নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দর (Indira Gandhi International Airport)। আর পাঁচটা দিনের মতোই ব্যস্ত, লোকে লোকারণ্য, পাহারায় মোতায়েন নিরাপত্তারক্ষীরা। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেই তড়িঘড়ি তাঁকে বাঁচিয়ে তুললেন CISF-এর ক্যুইক রেসপন্স টিমের (Quick Response Team) সদস্যরা। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। (Viral Video)
হৃদরোগে আক্রান্ত যাত্রী, CISF-এর তৎপরতায় ফিরে পেলেন প্রাণ
দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক উৎকণ্ঠার ছবি। এক যাত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। সঙ্গে সঙ্গে ছুটে এলেন কাছেই দাঁড়িয়ে থাকা 'সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিক্যুইরিটি ফোর্স'-এর (Central Industrial Security Force) জওয়ান। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে স্থিতিশীল করে বাঁচিয়ে তুলতে নিলেন বড় ভূমিকা।
এক আধিকারিকের কথায়, হৃদরোগে আক্রান্ত হন আরশিদ আয়ুব নামের এক ব্যক্তি। বিমানবন্দরের টার্মিন্যাল ২-এ শ্রীনগরের বিমানে ওঠার কথা ছিল তাঁর। কিন্তু বিমানবন্দরে যেখানে সার দিয়ে দাঁড় করানো থাকে মালবহনকারী ট্রলি, তার পাশে হঠাৎই লুটিয়ে পড়েন মাটিতে, হৃদরোগে আক্রান্ত হন। ওই স্থানে মোতায়েন ক্যুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে CPR দেন, যা ওই যাত্রীর অবস্থা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। CISF-এর এক্স হ্যান্ডল থেকে সেই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'আদেশের বাইরে গিয়েও মানুষের সেবা। দিল্লির IGI বিমানবন্দরে সিআইএসএফ কর্মীরা একজন যাত্রীকে সিপিআর দিয়ে একটি মূল্যবান জীবন বাঁচিয়েছেন যিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।' এই পোস্টের কমেন্টে প্রশংসার বন্য়া।
Service to Humanity-Beyond the mandate.
— CISF (@CISFHQrs) August 22, 2024
CISF personnel saved a precious life by administering CPR to a passenger who suddenly collapsed and lost consciousness due to cardiac arrest @ IGI Airport, Delhi.#PROTECTIONandSECURITY #HUMANITY@HMOIndia@MoCA_GoI pic.twitter.com/k2SsgEqTL3
আরও পড়ুন: Viral Video of 7 Suns: একসঙ্গে সাত সূর্যের আবির্ভাব আকাশে? ভাইরাল ভিডিও দেখে হতভম্ব সকলেই
মেদান্তার এক চিকিৎসকও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতির বিচার করে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মেদান্তা মেডিক্যাল রুমে নিয়ে যান চিকিৎসার পরবর্তী ধাপের জন্য। এক আধিকারিক জানিয়েছেন যে ওই ব্যক্তিকে এরপর সফদরজং হাসপাতালে আধুনিক চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।