Ayodhya Ram Mandir:তুঙ্গে চার্টার্ড বিমানের ল্যান্ডিংয়ের আর্জি, পার্কিং পেতে অযোধ্যা ছাড়াও ১২ বিমানবন্দরে জায়গার খোঁজ
Civil Aviation Ministry: বিমান পার্কিংয়ে সমস্যা এড়াতে ৫ রাজ্যের ১২টি বিমানবন্দর চিহ্নিত করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
কলকাতা: রামলালার প্রাণপ্রতিষ্ঠায় বাকি মোটে কয়েকটা দিন। বহু ভিআইপি দেশের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে সামিল হতে আসছেন। চার্টার্ড বিমানে (Chartered Flight Parking Space In Ram Mandir Parking Space) উড়িয়ে আনা হবে তাঁদের। বিমান পার্কিংয়ে সমস্যা এড়াতে ৫ রাজ্যের ১২টি বিমানবন্দর চিহ্নিত করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেরও বেশ কয়েকটি বিমানবন্দর রয়েছে বলে সূত্রের খবর। কিন্তু হালে উদ্বোধন হওয়া, অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরে জায়গা কি কম পড়িয়াছে?
বিশদ...
'সিঙ্গল-আইল' জেটের জন্য মোটে ৪টে পার্কিং স্পেস রয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরে। এর মধ্যে একটি পার্কিং স্পেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান, 'ইন্ডিয়া ওয়ান'-র জন্য বরাদ্দ থাকার কথা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে খবর, একবার 'ইন্ডিয়া ওয়ান' পৌঁছে গেলে অযোধ্যার বিমানবন্দরে আর কোনও বিমান থাকবে না। তাই ১ হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা বিমানবন্দরগুলি থেকে খালি পার্কিং স্পেস চাওয়া হয়েছে বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে খবর। ভিআইপিদের পৌঁছে দিয়ে যাতে চার্টার্ড বিমানগুলি রাতের মতো সেখানে থাকতে পারে, সে কথা মাথায় রেখে এই তোড়জোড় করা হচ্ছে। খাজুরাহো, জবলপুর, ভোপাল, দেহরাদুন, লখনৌ, প্রয়াগরাজ, কানপুর, বারানসী, কুশিনগর, গোরক্ষপুর, গয়া এবং দেওঘরের মতো বিকল্প পেতে চাইছে তারা।
সূত্রের খবর, ২১ এবং ২২ জানুয়ারি মিলিয়ে ৫০টি ভিআইপি বিমানের অবতরণের অনুরোধ পেয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর। ২২ তারিখ অন্তত ২৫টি চার্টার্ড বিমানবন্দর নামার কথা অযোধ্যায়। কিন্তু সীমিত ক্ষমতায় এই বিষয়টির সুষ্ঠু আয়োজন কী ভাবে সম্ভব? সে জন্যই আশপাশের রাজ্যের বিমানবন্দরেও খালি পার্কিং স্পেস চাওয়ার ভাবনা।
আর যা...
এমনিতে যে কোনও আবহাওয়ায় ল্যান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরে। রয়েছে নাইট ল্যান্ডিংয়ের পরিকাঠামোও। অতিথিদের আসা যাতে সুষ্ঠু ভাবে হয়, সে নিয়ে এখন তুমুল ব্যস্ততা সেখানে। কার্যত একই রকম ব্যস্ততা বারাণসীর বিমানবন্দরেও। সূত্রের খবর, ২২ জানুয়ারির অনুষ্ঠানে একাধিক হেলিকপ্টারও থাকার কথা। তবে সেগুলি স্থানীয় ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। কোনও কারণে সেগুলির 'ওভারফ্লো'-র সম্ভাবনা থাকলে হয় বারাণসী বা গোরক্ষপুরের দিকে উড়ে যাবে তারা। তবে এসবের মধ্যে আরও একটি বিষয় ভাবাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। তা হল কুয়াশা। এই কুয়াশা মোকাবিলা করে নিরাপদে সুষ্ঠু ভাবে ল্যান্ডিং-ই এখন পাখির চোখ।
আরও পড়ুন:মোবাইল চুরি করতে এসে যাত্রীদের হাতে আটকে 'চোর', চলন্ত ট্রেনের জানলায় ঝুলে পার ১ কিলোমিটার