এক্সপ্লোর
অযোধ্যা মামলার সওয়াল-জবাব পর্বের লাইভ স্ট্রিমিং? শুনানি ১৬ সেপ্টেম্বর
রাম জন্মভূমি – বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলার শুনানি সরাসরি সম্প্রচারের জন্য সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তাত্ত্বিক নেতা কে এন গোবিন্দাচার্য।

নয়াদিল্লি: অযোধ্যা মামলার সওয়াল-জবাব পর্ব লাইভ স্ট্রিমিং করা হবে কিনা, সে-বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী ১৬ সেপ্টেম্বর। রাম জন্মভূমি – বাবরি মসজিদ বিতর্কিত জমি মামলার শুনানি সরাসরি সম্প্রচারের জন্য সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তাত্ত্বিক নেতা কে এন গোবিন্দাচার্য। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত বেঞ্চে চলছে অযোধ্যা মামলার শুনানি। প্রধান বিচারপতি গগৈ ছাড়াও এই বেঞ্চে আছেন বিচারপতি এসএ বোবদে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও এস এ আব্দুল নাসির। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহবাদ হাইকোর্ট এই মামলার রায় ঘোষণা করে। নির্দেশে বলা হয়, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখড়া ও রাম লালার মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়া হোক। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















