Coal Smuggling Scam: রেলের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
কয়লা পাচারকাণ্ডে এবার রেলের একাংশের যোগসূত্র নিয়ে কোমরবেঁধে তদন্তে নামল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে রেলের ৩ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে কয়লা কেলেঙ্কারির তদন্তে একাধিক ব্যবসায়ী, পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
প্রকাশ সিনহা, কলকাতা: কয়লাকাণ্ডে এই প্রথমবার সিবিআইয়ের মুখোমুখি হলেন রেলের আধিকারিকরা। আজ নিজাম প্যালেসে রেলের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারাবনি স্টেশন থেকে যে কয়লা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই প্রসঙ্গে রেলের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, লালা ঘনিষ্ঠ আরও ৩ কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
কয়লা পাচারকাণ্ডে এবার রেলের একাংশের যোগসূত্র নিয়ে কোমরবেঁধে তদন্তে নামল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে রেলের ৩ অফিসারকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে কয়লা কেলেঙ্কারির তদন্তে একাধিক ব্যবসায়ী, পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবারই প্রথম রেলের অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হল। এদিন নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বারাবনির স্টেশন ম্যানেজার বি খাখা। আসানসোল সাব ডিভিশনের চিফ কন্ট্রোলার এইচ কে চোপড়া এবং আসানসোলের ডিআরএম।
সিবিআই সূত্রে দাবি, ২০১৯-এর ডিসেম্বরে বারাবনি স্টেশন চত্বর থেকে প্রচুর পরিমাণে কয়লা বাজেয়াপ্ত করা হয়। ওই কয়লা বেআইনিভাবে পাচারের চেষ্টার অভিযোগ ওঠে। সেই সূত্রেই এদিন রেলের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, ফেরার কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ আরও তিনজন ব্যবসায়ীকে এদিন নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা এখনও অধরা।