Government Job Examination: কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে দিতে হবে CET
২০২২ সালের শুরু থেকে প্রার্থী বাছাই করতে এই পদ্ধতি চালু করা হবে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে এবার থেকে কমন এলিজিবিটি টেস্টে (CET) উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। জানানো হয়েছে, ২০২২ সালের শুরু থেকে প্রার্থী বাছাই করতে এই পদ্ধতি চালু করা হবে।
A Common Eligibility Test (CET) for job aspirants will be conducted across the country from early 2022 to screen and shortlist candidates for recruitment to Central government jobs: Union Minister Jitendra Singh pic.twitter.com/bWC5XGPGAq
— ANI (@ANI) July 6, 2021
জানা গিয়েছে, নয়া পদ্ধতির এই পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (NRA)। এর আগে স্টাফ সিলেকশন কমিশন (SSC), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs), ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এই নিয়োগ পরীক্ষাগুলো নিত। তবে এবার চাকরি পেতে CET অর্থাৎ এই একটাই কমন পরীক্ষা দিতে হবে প্রার্থীদের।
মঙ্গলবার IAS অফিসারদের ই-বুক সিভিল লিস্ট ২০২১-এ লঞ্চে এসে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, 'কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগের প্রার্থী বাছাই-এর এই উদ্যোগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত হস্তক্ষেপ রয়েছে। যদিও এই বছরের শেষেই নয়া নিয়মটি চালু হওয়ার কথা ছিল। তবে, করোনা মহামারির আবহে এই বিষয়টি খানিকটা দেরি হতে পারে।'
এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে এই ধরনের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড অতিমারির জন্য তা করা সম্ভব হবে না। এই ধরনের পরীক্ষা যুব সমাজকে অত্য়ন্ত উৎসাহিত করবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় যাঁরা বাস করেন তাঁদের ক্ষেত্রেও এই ধরনের পরীক্ষা অত্যন্ত উপযোগী হবে।
উল্লেখ্য, এনআরএ (NRA) একটি মাল্টি এজেন্সি বডি। গ্রুপ বি ও গ্রুপ সি (নন টেকনিক্যাল) পদে যোগ্য প্রার্থীকে বাছাই করার জন্য এই পরীক্ষা অত্যন্ত কার্যকরী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি এও জানানো হয়েছে, প্রতিটি জেলায় এমন একটি পরীক্ষাকেন্দ্র রাখা হবে যেখানে প্রত্যন্ত এলাকা থেকে প্রার্থীরা পরীক্ষা দিতে আসতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI