Congress: বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের মান ভাঙানোর চেষ্টা, সনিয়ার সঙ্গে সাক্ষাৎ গুলামের
Congress Ghulam Nabi Azad: সম্প্রতি উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। কংগ্রেসের হাতে থাকা পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি।
নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে পরাজয়ের পর কি, বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের মান ভাঙানোর চেষ্টা শুরু করল শীর্ষনেতৃত্ব? শুক্রবার দশ জনপথে, কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা গুলাম নবি আজাদের সঙ্গে বৈঠক করেন সভানেত্রী সনিয়া গান্ধী। বৈঠকের পর গুলাম নবি আজাদ বলেন, পরবর্তী নির্বাচনের আগে, কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে, তিনি বেশ কিছু প্রস্তাব দিয়েছেন।
সম্প্রতি উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। কংগ্রেসের হাতে থাকা পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। এরপরই কংগ্রেসের বিক্ষুব্ধ জি টোয়েনটি থ্রি গোষ্ঠীর নেতারা, গুলাম নবি আজাদের বাসভবনে ফের বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে উপস্থিত, ভূপিন্দর সিংহ হুডা বৃহস্পতিবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। আজ সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন গুলাম নবি আজাদ।
আরও পড়ুন, '৩৭০ ধারা বিলোপ এজন্যই' কাশ্মীর ফাইলস দেখে নরেন্দ্র মোদির প্রশংসায় অযোধ্যার সাধুরা
পাঁচ রাজ্যে বিপর্যয়ের পর কংগ্রেসের অন্দরে বিবাদ আরও চরমে উঠেছে। জি-২৩ গোষ্ঠী বলে পরিচিত বিক্ষুব্ধ নেতারা তাঁদের বক্তব্যের ঝাঁঝ আরও বাড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভ প্রশমনে এগিয়ে আসতে হয়েছে কংগ্রেসের নেতৃত্বকে। সূত্রের খবর, বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন জি-২৩ গোষ্ঠীভূক্ত নেতা ভূপিন্দর সিংহ হুডা। উল্লেখ্য, গাঁধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ভূপিন্দর সিংহ হুডার ছেলে সাংসদ দীপেন্দ্র হুডা। ভূপিন্দর যাতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন, সে বিষয়ে তাঁকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর ছেলে দীপেন্দ্র সিংহ হুডাকে। এরপর ভূপিন্দর রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গুলাম নবি আজাদের বাড়িতে কপিল সিব্বল ও ভূপিন্দর সিংহর মধ্যে ওই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনগুলিতে রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বের এই প্রস্তাব নিয়ে জি-২৩ ভূক্ত নেতাদের আরও বৈঠক হতে পারে। সূত্রের আরও খবর, এই প্রস্তাবগুলি নিয়ে সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীও জি ২৩ ভূক্ত নেতাদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করতে পারেন।