Rahul Gandhi: ‘দেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন, OBC পরিবারে জন্মাননি মোদি’, বললেন রাহুল
Rahul OBC Jibe at Modi: একদিন আগেই নেহরুকে 'সংরক্ষণ বিরোধী' বলেছিলেন মোদি। মোদির দাবি নিয়ে এবার প্রশ্ন তুললেন রাহুল।
নয়াদিল্লি: সংসদে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে 'সংরক্ষণ বিরোধী' বলে আক্রমণ করেছিলেন। একদিন পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দিকে আঙুল তুললেন নেহরু-গাঁধী পরিবারের সদস্য, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। রাহুলের দাবি, নিজের জাত বিয়ে মিথ্যে তথ্য দিয়েছেন মোদি। তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) অন্তর্ভুক্ত নন, জেনারেল ক্যাটেগরি, অর্থাৎ সাধারণ শ্রেণির মধ্যে পড়েন (General Category)।
'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে এই মুহূর্তে ওড়িশায় রয়েছেন রাহুল। বৃহস্পতিবার সেখান থেকেই মোদির বিরুদ্ধে মুখ খোলেন তিনি। রাহুলের বক্তব্য, "নিজেকে OBC বলে দাবি করে মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। OBC হিসেবে জন্ম হয়নি প্রধানমন্ত্রীর। উনি গুজরাতের তেলি পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তদানীন্তন বিজেপি সরকার তেলি জাতিকে OBC-র অন্তর্ভুক্ত করে। অর্থাৎ জন্মসূত্রে OBC নন মোদিজি। সাধারণ শ্রেণি হিসেবেই জন্মগ্রহণ করেন।"
ওড়িশায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র তৃতীয় দিনে মোদিকে তীব্র কটাক্ষও করেন রাহুল। তিনি বলেন, "আপনাদের বোকা বানানো হচ্ছে। এর জন্য মোদিজির জন্মের শংসাপত্রের প্রয়োজন নেই আমার। আমি জানি উনি OBC নন। OBC শ্রেণির কাউকে আলিঙ্গন করেন না উনি, উনি কোনও কৃষক, শ্রমিকের হাত ধরেন না। উনি শুধু আদানির হাত ধরেন। উনি জীবনে কখনও জাতি গণনা করবেন। কারণ উনি নিজে গোটা দেশের সামনে মিথ্যে বলছেন। OBC-দের গণনা করতে দেবেন না উনি। তাই বলছেন, প্রয়োজন নেই।"
सच सुनो!
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2024
नरेंद्र मोदी जन्म से OBC नहीं हैं, उन्हें OBC गुजरात की भाजपा सरकार ने बनाया है।
वह कभी पिछड़ों के हक़ और हिस्सेदारी के साथ न्याय नहीं कर सकते।
नरेंद्र मोदी जातिगत गिनती नहीं करने वाले।
जातिगत गिनती कांग्रेस ही कर के दिखाएगी। pic.twitter.com/GqT00YFbao
আরও পড়ুন: Narendra Modi: ‘সংরক্ষণ বিরোধী ছিলেন নেহরু, বাবাসাহেব না থাকলে...’, সংসদে কংগ্রেসকে আক্রমণ মোদির
লাগাতার জাতিভিত্তিক জনগণনার দাবি উঠছে বিরোধী শিবির I.N.D.I.A থেকে। বিজেপি-র হিন্দুত্ববাদী রাজনীতির মোকাবিলা করতেই, বিরোধীদের তরফে জাতিভিত্তিক জনগণনার দাবি উঠছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। রাহুল নিজেও একাধিক বার জাতিভিত্তিক জনগণনার দাবি তুলেছেন। রাহুলের বক্তব্য, "মোদি কখনওই জাতিভিত্তিক জনগণনা হতে দেবেন না। এই জীবনে কখনও তা হতে দেবেন না উনি। তারণ আপনাদের প্রধানমন্ত্রী গোটা দুনিয়াকে মিথ্যে বোঝাচ্ছেন। উনি OBC নন। কংগ্রেস এবং রাহুল গাঁধীই জাতিভিত্তিক জনগণনা করাতে পারে।"
'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে এই মুহূর্তে ওড়িশায় রয়েছেন রাহুল। সেখান থেকে ছত্তীসগঢ়ে প্রবেশ করবেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ছত্তীসগঢ়ে ক্ষমতা হারায় কংগ্রেস। তার পর এই প্রথম ছত্তীসগঢ়ে ঢুকছেন রাহুল। তার আগে জাতিভিত্তিক জনগণনার দাবি ফের উস্কে দিলেন তিনি।